লকডাউনে নতুন নিয়ম, পুরোপুরি বন্ধ ১০ টি গুরুত্বপূর্ণ পরিষেবা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের মেয়াদ আরও ১৯ দিন বাড়িয়ে দিয়েছেন। তবে ২০ এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী আজ কেন্দ্রের তরফ থেকে একটি গাইডলাইন…

Avatar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের মেয়াদ আরও ১৯ দিন বাড়িয়ে দিয়েছেন। তবে ২০ এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী আজ কেন্দ্রের তরফ থেকে একটি গাইডলাইন প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোথায় কোথায় ছাড় মিলবে আর কিসে কিসে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

২০ এপ্রিলের পর থেকেও ছাড় মিলবে না বেশ কিছু ক্ষেত্রে, সেগুলি হল-

১) কোনওরকম যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হবে না। বন্ধ থাকবে মেট্রো পরিষেবাও।

২) বাস পরিষেবাও সম্পূর্ণ বন্ধ থাকবে।

৩) অটো, টোটো, ট্যাক্সি সমস্ত পরিবহন বন্ধ থাকবে।

৪) ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হচ্ছে না। সরকারের অনুমতি ছাড়া চলবে না বিমান।

৫) এক রাজ্য থেকে অন্য রাজ্য বা এক জেলা থেকে অন্য জেলাতে যেতে হলে চিকিৎসাজনিত কারণ থাকতে হবে।  অন্যথা যাওয়া যাবে না।

৬) সরকারের অনুমতি ছাড়া হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে।

৭) অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য কোনো দোকান খোলা রাখা হবে না।

৮) সমস্ত ধর্মীয় স্থানে প্রবেশ নিষেধ। কোনো সাধারণ মানুষ প্রাথর্না করতে যেতে পারবেনা না। কোনোরকম ধর্মীয় জমায়েত সম্পূর্ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

৯) যে কোনো রকমের জমায়েত নিষিদ্ধ। তবে বিয়ে বা শেষকৃত্যের ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত একদম করা যাবে না। সেক্ষেত্রেও প্রশাসনের উপস্থিতি প্রয়োজন। এছাড়া ৫ জনের বেশি জমায়েত রাস্তায় করা যাবে না।

১০) সমস্ত রকমের বিনোদন যুক্ত ক্ষেত্র বন্ধ থাকবে। সুইমিং পুল, সিনেমা হল, অডিটোরিয়াম, শপিং মল সব বন্ধ রাখা হবে।

এই সমস্ত কিছুই বিশেষ তদারকিতে সতর্কতার সাথে নজর রাখা হবে।