ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ট্রেনে উঠতে গেলে প্রতিবার এই পরীক্ষা দিতে হয় লোকো পাইলটকে, জানুন সেই কঠিন পরীক্ষার ব্যাপারে

এই পরীক্ষা খুব একটা সোজা নয় কখনোই

Advertisement

ট্রেন ভারতের যাতায়াতের একেবারে লাইফ লাইনের মত। এই ট্রান্সপোর্ট সিস্টেমটি ভারতের প্রতিটি মানুষকে কানেক্ট করে থাকে। ভারতের প্রতিটি মানুষ এই ট্রেনের মাধ্যমে নিজের গন্তব্যে পৌঁছে থাকেন। সাধারণ মানুষরা ট্রেন সার্ভিস ব্যবহার করবেন ব্যাপারটা খুবই স্বাভাবিক। তাই এই এতগুলো মানুষের জীবনের দায়িত্বটাও ভারতীয় রেলের উপরেই বর্তায়। তবে, একটি ট্রেন যখন চালানো হয় তখন কেবল একজন না অনেকজনের পরিশ্রম এই ট্রেনের সঙ্গে জড়িয়ে থাকে। অনেক পরিশ্রমের পরেই রেলের কর্মচারীরা মিলে ট্রেনটিকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী লোকো পাইলটকে কীভাবে ভুলে যেতে পারে কেউ? তিনি হলেন একজন নেতার মতো যিনি নিজের কাঁধে লাখ লাখ টন মাল ও হাজার হাজার যাত্রী নিয়ে নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান সমস্ত জিনিসপত্র। লোকেরা প্রায়শই মনে করে যে, একজন লোকো পাইলট কেবলই ট্রেনে বসে থাকেন এবং তার কাজ কেবল ট্রেনের ইঞ্জিনের ব্যাপারে চালককে খবর দেওয়া। তবে আপনার অবগতির জন্য, আমরা আপনাকে জানিয়ে রাখি যে ট্রেন শুরুর আগে, ট্রেনের লোকো পাইলটের একটা বিশাল দায়িত্ব থাকে। এর জন্য লোকো পাইলটকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হয় এবং তার পরেই তাকে লোকো পাইলট হওয়ার অনুমতি দেওয়া হয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি পরীক্ষায় পাশ করতে হয় লোকো পাইলটদের?

আসলে, আজ যখন একজন লোকো পাইলট ট্রেনে ওঠেন, তাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ এবং ফর্মালিটিজ সম্পন্ন করতে হয়। এর মধ্যে উপস্থিতি সংক্রান্ত কাজও রয়েছে। এছাড়াও সেই ট্রেনের রুট ম্যাপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হয় তাকে। এছাড়াও ঘটনাস্থলেই অ্যালকোহল পরীক্ষা করা হয়। এইসব পরীক্ষা পাস করার পরই তাকে ট্রেন চালু করার অনুমতি দেওয়া হয়।

যে কোনো লোকো পাইলটের দায়িত্ব হলো ট্রেন চালানোর আগে তার ইঞ্জিন ভালোভাবে পরীক্ষা করা। ট্রেন শুরু করার আগে ইঞ্জিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা প্রাথমিকভাবে লোকো পাইলটের দায়িত্ব। লোকো পাইলটকে ট্রেনের ইঞ্জিনের ভিতরে থেকে বাইরের তথ্য বিস্তারিত অনুসন্ধান করতে হয়। সিগন্যাল পয়েন্ট ট্রেন নিয়ন্ত্রণ করা এবং ট্রেনের গতি কমানো লোকো পাইলটের দায়িত্ব। ট্রেনের ইঞ্জিন ঠিক কাজ করছে কিনা, ট্রেনের ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম ঠিক আছে কিনা সবকিছু চেক করতে হয় ওই লোকো পাইলটকে।

Related Articles

Back to top button