ব্যবসা এমন জিনিসের করা উচিৎ যেটা সারা বছর চলবে। ব্যবসা শুরু করতে যাওয়ার আগে মানুষের মনে আশঙ্কা থাকেই। ব্যবসা না চললে বিনিয়োগ করার অর্থ পুরো জলে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করেন। শুধু মাত্র এই কথা ভেবে অনেকে পিছিয়ে আসেন, ইচ্ছা থাকলেও করেন না ব্যবসা।
কিন্তু একটু যদি মার্কেট রেইকি বা বাজার সম্পর্কে খোঁজখবর নেওয়া যায় তাহলে ঝুঁকির সম্ভাবনা অনেক কমে যায়। এমনকি ভাবনার থেকে অনেক বেশি লাভ পেতে পারেন আপনি। বাজার এমন কিছু জিনিস বিক্রি হয় যেগুলোর চাহিদা সারা হচ্ছে জুড়ে থাকে। এই জিনিসের ব্যবসা করলে লাভের অঙ্ক ভালো হতে পারে।
খাওয়ার জিনিসের চাহিদা এখন খুব বেশি। সেই সঙ্গে ছোটো ছেলে মেয়েদের জন্য জিনিসের চাহিদা। এই দুটি বৈশিষ্ট্য একটি প্রোডাক্টের মধ্যে রয়েছে। সেটা হল ললিপপ। ললিপপ এমন একটা জিনিষ যেটা বাচ্চারা কেনার জন্য বায়না করবেই। আর বড়রাও বাধ্য হন কিনে দিতে। ললিপপ ব্যবসা খুব সহজ। নিজের বাড়ির ছোটো জায়গা থেকে কাজ শুরু করতে পারেন।
বিভিন্ন আকৃতির ললিপপ তৈরি করার জন্য একটা মেশিন দরকার। ব্যবসার লাইসেন্স লাগবে। আর দরকার কিছু কাঁচামাল। সিরাপ গ্লুকোজ, চিনি, কৃত্রিম ভাবে স্বাদ তৈরি করার জন্য উপকরণ। এই মেশিনের সাহায্যে দিনে ২ হাজার থেকে ৩ হাজার ললিপপ তৈরি করা যায়। প্রতি ললিপপে আয় এই থেকে দেড় টাকা। প্রতি দিন লাভ করতে পারবেন দুই হাজার থেকে তিন হাজার টাকা।