আন্তর্জাতিকনিউজ

দিওয়ালিতে পাকিস্তানপন্থী বিক্ষোভকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করল লন্ডন প্রশাসন

Advertisement

লন্ডন : আজ দীপাবলি, আর দীপাবলিতে ভারত সহ প্রবাসী সমস্ত ভারতীয় উৎসবে মেতে উঠবে কিন্তু এর মধ্যে লন্ডনে কাশ্মীর ইস্যুতে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে নিযুক্ত পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের অনুমতি দিতে অস্বীকার করেছে ব্রিটিশ প্রশাসন।

বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হাউস অফ কমনে বলেন , কোনো প্রদর্শনের মধ্যে হিংসা সম্পূর্ণরূপে অসমর্থনযোগ্য। এর একদিন পরে লন্ডন পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড এর তরফ থেকে জানানো হয় যে , বিক্ষোভ প্রদর্শনে আবেদনকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশের উপ কমিশনার জানান যে , আমরা অপরাধ ও অবাধ্যতা রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছি। আমরা বিক্ষোভ প্রদর্শনকারী দের তারিখের প্রাসঙ্গিকতা বুঝতে পারি তবে একই সাথে আমরা দেখছি এদিন হিন্দু উৎসব দিওয়ালি আছে। আমার লক্ষ্য, প্রতিবাদকারী ও এই দিন দ্বারা প্রভাবিত মানুষের অধিকার এর ভারসাম্য রক্ষা করা। বলাবাহুল্য, দিওয়ালির দিন ভারতীয় হাই কমিশনের এর সামনে পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী বিক্ষোকারীদের কর্মসূচি যে বিস বাও জলে সে ব্যাপারে সন্দেহ নাই।

– প্রীতম দাস

Related Articles

Back to top button