দীর্ঘ লক ডাউনের পর অবশেষে দরজা খুলল তিরুপতি তিরুমালা মন্দিরের। গত ৮ই জুন খোলা হয়েছে মন্দিরের প্রবেশদ্বার। এরপর গত দু’দিন ধরে চলেছে পরবর্তীতে মন্দিরের কাজকর্ম কিভাবে চলবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। এই দুই দিন মন্দিরে প্রবেশ করে ভক্তরা কিভাবে পুজো দেবেন, করোনার পর স্বাস্থ্যবিধি মেনে কি কি ভাবে মন্দিরে পুজো পরিচালনা করা হবে সেই বিষয়ে মত গ্রহন করা হয়। দীর্ঘ অবসরের পর প্রথম দিনেই তিরুপতি মন্দিরে টিকিট বিক্রিতে রেকর্ড গড়ল।
মন্দির কতৃপক্ষ আরও জানিয়েছে, প্রত্যেকদিন ৬০০০ ভক্ত তিরুপতি মন্দিরে প্রবেশ করতে পারবেন। তিরুপতির মন্দির চত্বরে সর্বত্র ‘স্পর্শ-মুক্ত’ রাখার ব্যবস্থা করা হয়েছে। মন্দিরে যাঁরা প্রবেশ করবেন প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। ভক্তদের যাতে কোনো স্থানে স্পর্শ করতে না হয় সেই ব্যবস্থা করা হয়েছে। মন্দিরে প্রবেশের আগে করোনা পরীক্ষা করা হবে। যদি কোনো উপসর্গ না মেলে তবেই তাঁকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। এদিকে অনলাইনে তিরুপতি মন্দিরের টিকিট কাউন্টার খুলে দেওয়া হয়েছে। যা ইতিমধ্যে টিকিট শেষ হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় টিকিট কাউন্টার খোলা হয়, যা ১ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। টিকিট কাটার আগে ভক্তদের করোনা পরীক্ষা করা হয়।
আগামী বৃহস্পতিবার ১১ই জুন ভক্তরা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। জানা গিয়েছে, দর্শন স্থানে প্রত্যেককে ৫ থেকে ৬ ফুট দূরে দাঁড়াতে হবে। দর্শনীয় স্থান প্রত্যেক ৩০ মিনিট পর স্যানিটাইজ করা হবে। এছাড়া প্রসাদ প্রদানের ক্ষেত্রে একটি টেবিলে ২ জন বসতে পারবেন। কনটেইনমেন্ট জোনে যারা রয়েছেন তাঁদের এই সময় মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। এদিকে মন্দির কতৃপক্ষ জানিয়েছে, ১২৮ বছরে এই প্রথম করোনা ভাইরাসের সংক্রমণের জেরে টানা দুই মাসেরও বেশি বন্ধ ছিল তিরুপতি মন্দির।