ইতিহাসে এই প্রথমবার পুরীতে ভক্ত ছাড়াই পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

করোনা সংক্রমণের জেরে আগেই জানান হয়েছিল, শুধুমাত্র মন্দিরের সেবায়েত ছাড়া পুরীর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ। সে কথা মেনেই ইতিহাসে এই প্রথম বার ভক্তবৃন্দ ছাড়াই শুধুমাত্র মন্দিরের সেবায়েতদের মাধ্যমেই পালিত হল জগন্নাথদেবের স্নান যাত্রা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী জৈষ্ঠ্যমাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়। ১০৮ টি সোনার কলসিতে জল এনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। তবে এবার করোনার জেরে ভক্ত ছাড়াই জগন্নাথদেবের স্নানযাত্রার আয়োজন করা হয় ওড়িশার পুরীর মন্দিরে ।

সংবাদসংস্থা এএনআইয়ের যে ভিডিওটি টুইট করেছে তাতে দেখা গিয়েছে, মন্দিরের সেবায়েতরা সামাজিক দূরত্বকে ভুলে গিয়ে আয়োজন করছেন স্নানযাত্রার। কারোর মুখে নেই মাস্ক। মন্দির কতৃপক্ষ জানিয়েছিল, জগন্নাথদেবের বার্ষিক এই অনুষ্ঠানে ভক্তদের জীবনকে গুরুত্ব দিয়েই এবার তাঁদের প্রবেশ নিষিদ্ধ করেছেন তাঁরা। শ্রী জগন্নাথদেবের ভক্তরা মনে করেন, স্নানযাত্রার এই বিশেষ দিনে যদি জগন্নাথদেবের দর্শন পাওয়া যায় তবে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যাবে।

আর এই কারনে অনেক ভক্ত পুরীর মন্দিরে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার সাক্ষী থাকেন। দেশে গত ১লা জুন আনলক-১ ঘোষণা হওয়ার পরই মন্দিরের প্রবেশদ্বার খুলে গিয়েছে। এরপর পুরোদমে শুরু হয়ে গিয়েছে, মন্দিরে রথযাত্রার প্রস্তুতি। তবে মন্দির কতৃপক্ষ জানিয়েছে, রথযাত্রার আয়োজন করা হলেও কোনো ভক্তের প্রবেশ মিলবে না। মন্দিরের সেবায়েতদের মাধ্যমেই পালিত হবে সেই অনুষ্ঠান।