দেশ জুড়ে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হওয়ায় বিপর্যয় নেমে এসেছে জাতীয় ক্ষেত্রে। একের পর এক বেসরকারি সংস্থায় কর্মী ছাঁটাই চিন্তার ভাঁজ ফেলেছে অর্থনীতি গবেষকদের কপালে। রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলোর অবস্থাও তথৈবচ। এরই মাঝে বেকার যুবক যুবতীদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় রেল। রেলের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক হারে নিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে সামনের কয়েক মাসে, ভারতীয় রেল সূত্রে এমনটাই খবর।
এই মুহূর্তে রেলের বিভিন্ন দফতরে কর্মী ঘাটতি রয়েছে। জোড়াতালি দিয়ে চালাতে গিয়ে রেল পরিষেবায় ব্যাঘাত ঘটছে বারবার। কর্মী সংকটের ফলে বিভিন্ন সময়ে দুর্ঘটনার কবলেও পড়েছে রেল। এই অবস্থায় যুবক যুবতীদের মনে খুশির হাওয়া এনে বিপুল পরিমান নিয়োগের সম্ভাবনার হদিশ দিল ভারতীয় রেল বোর্ড। দেশের বিভিন্ন প্রান্তে হবে এই নিয়োগ। কর্মী নিয়োগ হবে আইসিএফ চেন্নাই, ওয়েস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসী, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের দফতরে। এক মাসের মধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে রেলের ওয়েবসাইটে। সেখানেই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে জানা যাবে।