দেশনিউজ

চীনকে রুখতে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করছে ভারত

Advertisement

ভারত-চীন সীমান্ত নিয়ে সমস্যা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই চীনের প্রেসিডেন্ট চীনা সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত হবার বার্তা দিয়েছিলেন। তবে ভারত ও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। শক্তহাতে সব কিছু মোকাবিলা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তে শান্তি বজায় রাখা জরুরি বলে মনে করা হচ্ছে। লাদাখের গ্যালোয়ান উপত্যকার সীমান্ত ঘিরেই বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে।

ইতিমধ্যেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ৫০০০ সেনা মোতায়েন করেছে চীন। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৎপর ভূমিকা গ্রহণ করবে ভারত ও। সূত্র মারফত জানা গেছে, ১৯৬৫ সালের পর চীনকে রুখতে ভারতের তরফ থেকে এত সেনা মোতায়েন করা হচ্ছে। এছাড়া স্থলসেনা, নৌ সেনা, বায়ুসেনা একসঙ্গে মাইল কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায়, তাই নিয়ে আলোচনা হচ্ছে বলেও সূত্রের খবর।

এদিকে কিছুদিন আগেই বিতর্কিত কালাপানিকে নেপালের মানচিত্রের সাথে যুক্ত করা হয়েছে, যা কিনা ভারতের অংশ। এছাড়া বার বার চীনা সেনারা বিভিন্ন চুক্তি লঙ্ঘন করছে। কয়েকদিন আগে চীনা সেনাদের সাথে ভারতীয় সেনাদের তর্কবিতর্ক হয় ,এমনকি তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। যার জেরে উভয়[পক্ষের সেনারাই আহত হয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, ডোকলামের থেকেও ভয়াবহ সংঘাত হতে চলেছে এবারে।

Related Articles

Back to top button