Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৭০ কিলোমিটার হাতে ঠেলে ব্রিগেডে পৌঁছালেন লটারি বিক্রেতা রবি দাস

Updated :  Sunday, February 28, 2021 11:38 AM

আর কিছুক্ষন পরেই শুরু হবে একুশের ব্রিগেডের ত্রিফলা সভা। সেই ব্রিগেডে যোগ দিতেই হাতে ঠেলে ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে ব্রিগেড এসে পৌঁছেছেন রবি দাস। তিনি পেশায় লটারি বিক্রেতা। তাঁর দুটো পা ই পঙ্গু। শুধুমাত্র ব্রিগেডে অনুষ্ঠানে উপস্থিত হতেই এই পা নিয়েই এতদূর এসে পৌঁছেছেন তিনি।

তিনি জানান, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছেন সেদিন থেকে ট্রেনেও ওঠেন না তিনি। আগামী দিনে বামেদের ফের রাজ্যের শাসক দল হিসেবে দেখার স্বপ্ন নিয়ে ব্রিগেডমুখী হয়েছেন হালিশহরের রবি দাস। তবে বামেদের সঙ্গে কংগ্রেস এবং আইএসএফের জোট নিয়ে তিনি বলেন, একজনের জন্য লড়াই করতে গেলে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো হওয়া দরকার নাহলে এই পশ্চিমবঙ্গ বিজেপি এবং তৃণমূল খেয়ে ফেলবে। এর আগেও তিনি ব্রিগেডের সভায় এসেছেন। প্রতিবারের মতো এবারও ফের দিনবদলের স্বপ্ন নিয়ে হাজির হয়েছেন ব্রিগেডে।

অন্যদিকে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরই শুরু হবে ত্রিফলা ব্রিগেড। ১০ লাখ লোক হবে আশাবাদী আলিমুদ্দিন স্ট্রিট। প্রস্তুতি তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও টুম্পা, ফ্ল্যাশ মবের মাধ্যমে প্রচারের ঢেউ। সাগর থেকে পাহাড় সব জায়গার বুথের কর্মীদের আনার জন্যই মরিয়া লাল শিবির। সমর্থকদের বাড়িতে তৈরি হচ্ছে ব্রিগেডে আসা মানুষদের জন্য খাবার। নিয়ে আসা হচ্ছে শুকনো খাবারও। কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্যও চেষ্টায় খামতি রাখা হচ্ছে না।

বামেদের অক্সিজেন বুদ্ধবাবুকে ব্রিগেডে নিয়ে আসার জন্যও যথাসাধ্য চেষ্টা করেছিল বামেরা। তবে তাঁর শারীরিক অসুস্থতার জন্যই তিনি আজ উপস্থিত থাকতে পারছেন না। তাই গতকাল চিঠিও পাঠিয়েছে বামজনতার উদ্দেশ্যে।