মাত্র ২৫০০ টাকায় শুরু করতে পারবেন ৬টা ব্যবসা, বাড়ি বাড়ি থাকবে আপনার তৈরি জিনিসের চাহিদা – BUSINESS PLAN
ব্যবসা শুরু করা মানেই যে প্রচুর টাকার ব্যাপার এই ধারণা ভাঙার সময় এসেছে। পকেটে কিংবা ব্যাংকের অ্যাকাউন্টে থাকা অল্প কিছু টাকা দিয়েও ব্যবসা শুরু করা যেতে পারে। টাকা ছাড়াও ব্যবসা শুরু করার জন্য আরও আরও একটা জরুরি জিনিস হল বুদ্ধি। নিজের বুদ্ধি খরচ না করলে, শুধু টাকার জোরে ব্যবসা নাও দাঁড়াতে পারে।
ব্যবসা এমন জিনিসের করা উচিৎ যেটায় লোকসান কম হওয়ার সম্ভাবনা থাকে। কারণ সবার কাছে বেশি বাজেট থাকে না, তার ওপর যদি লোকসান হয় তাহলে তার সব টাকা জলে যেতে পারে। সুতরাং এমন ব্যবসা শুরু করতে হবে যেটায় ঝুঁকি কম। লোকসানের ঝুঁকি কমানোর জন্য মার্কেট বুঝতে হবে। বাজারে কোন জিনিসের চাহিদা রয়েছে সেটা বুঝে নিতে পারলে ব্যবসা করা অনেকটা সহজ হয়ে যাবে। মানুষের মধ্যে যে জিনিসের চাহিদা রয়েছে সেই জিনিসের ব্যবসা করলে মুনাফা যেমন ভালো হবে, তেমনই বারো বাস সমানভাবে আপনার বিজনেস বাজারে টিকে থাকতে পারবে। আর বাজারে যত টিকে থাকবে তত বেশি লাভ।
আজকে এমন একটা বিজনেস আইডিয়া আপনাদের দিতে চলেছি যেটা শুরু করার জন্য নামমাত্র টাকার দরকার হয়। মাত্র ২৫০০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন আপনি। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে আড়াই হাজার টাকায় এক সঙ্গে ছয়টি ব্যবসা আপনি করতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনছেন। মাত্র আড়াই হাজার টাকায় আপনার নিজের ৬ টা বিজনেস।
বাসন মাজা, ঘর সাফ করা, টয়লেট সাফ করা, জামা কাপড় পরিষ্কার করা, কাঁচের কিছু পরিষ্কার করা ইত্যাদি জিনিসের জন্য অনেকরকম লিকুইড বাজারে পাওয়া যায়। কিন্তু এটা কি জানেন যে প্রায় একই রকম কাঁচা মাল দিয়ে এই সমস্ত কিছু তৈরি করা সম্ভব? এক ধরণের পাউডার পাওয়া যায়, সেটাই বিভিন্ন মাত্রায় জলে গুলে ঘনত্ব বাড়িয়ে কিংবা কমিয়ে এসব বাজারে বিক্রি করা হয়। এই পাউডার আপনি অনলাইনে সার্চ করে বিভিন্ন জায়গা থেকে কিনে নিতে পারবেন।