Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

যে কোন ছোটো জায়গায় শুরু করে দিন ব্যবসা, প্রতি দিন কামান ২-৩ হাজার টাকা – BUSINESS PLAN

Updated :  Tuesday, September 12, 2023 9:57 AM

ব্যবসা মানেই যে বিশাল আয়োজন এমনটা নয়। অনেকের ধারণা ব্যবসা করার জন্য দরকার প্রচুর জায়গা আর প্রচুর অর্থের। কিন্তু এমনটা সব ক্ষেত্রে হয় না। এমন অনেক ব্যবসা রয়েছে যা খুব অল্প জায়গা থেকে শুরু করে যায়। পুঁজি দরকার পড়ে খুব সামান্য, আর খাটনি কম, মুনাফা প্রচুর। আজ আমরা আপনাকে এমন একটা Business Idea দিতে চলেছি যার সাহায্যে আপনি প্রতি দিন ২ হাজার থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন। অল্প জায়গা এবং অল্প পুঁজির মধ্যে এই ব্যবসা বেশ লাভজনক, বিক্রি করাও খুব সহজ।

কীসের ব্যবসা শুরু করবেন সেটা নির্ণয় করা খুব গুরুত্বপূর্ণ। বাজারে ডিমান্ড না থাকলে আপনার তৈরি করা জিনিসের বিক্রি আশা অনুযায়ী নাও হতে পারে। এটা এমন একটা Business Idea যেটার চাহিদা থাকে গোটা বছর। কারণ বাচ্চারা এই জিনিস খুব পছন্দ করে থাকে। আমরা বলছি ললিপপ তৈরি এবং বিক্রি করার ব্যবসার কথা।

ছোটদের চাহিদা পূরণ করার জন্য বড়রা সাধ্য মতো চেষ্টা করে। আর ললিপপ এমন একটা জিনিষ যেটা প্রত্যেক বাচ্চা পছন্দ করে। তাই ৩৬৫ দিন এই ব্যবসার চাহিদা রয়েছে। ললিপপ তৈরি ব্যবসা করার জন্য আপনার কাছে ফুড লাইসেন্স থাকা আবশ্যক।

lollipop making business idea

ললিপপ তৈরি করার জন্য কিছু কাঁচামাল দরকার পড়বে। যেমন চিনি, তেল, লিকুইড গ্লুকোজ, ফুড কালার ইত্যাদি। কর্মচারী রেখে কাজ করলে খুব সুবিধা হবে। যত বেশি লোক রাখবেন ললিপপ উৎপাদন করার পরিমাণ তত বাড়বে। ফলে আপনার আয় তত বেশি হবে। একটা মেশিন দরকার। এর সাহায্যে বিভিন্ন আকারের এবং সেপের ললিপপ তৈরি করতে পারবেন।

৫ টাকার একটা ললিপপ থেকে মুনাফা হতে পারে ১ টাকা ৩০ পয়সা মতো। একটা মেশিন থেকে দিনে ২ হাজার থেকে ৩ হাজার পিস ললিপপ তৈরি করতে পারবেন। ফলে অংকের হিসেবে প্রতি দিন ২-৩ হাজার টাকা রোজগার করা অসম্ভব নয়। সাধারণ দোকান থেকে হোলসেলার, যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন আপনার তৈরি করা ললিপপ।