আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ১৯ই জুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ। নতুন এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন এই নিম্নচাপের অক্ষরেখা হবে রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত।
নতুন এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে বাড়বে বৃষ্টি। চলতি সপ্তাহের শেষে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলের জেলা গুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতা সহ দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে। আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বৃষ্টি।