সারা দেশ জুড়ে চলছে শৈত প্রবাহ। আর এরই মাঝে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে জানানো হয়েছে সপ্তাহ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কোন লক্ষণ নেই। বরং দক্ষিণবঙ্গের ৬ জেলা জুড়ে চলবে তীব্র শীত প্রবাহ।
আমরা আপনাদের বলি, শীতের মেজাজ শুরু হতেই জমিয়ে ব্যাটিং করছে শৈত প্রবাহ। উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মানুষ কাবু হয়ে পড়েছে তীব্র শীতের কারণে। প্রতিদিন লাগামহীন ভাবে নিচে নামছে তাপমাত্রার পারদ। আর এরই মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় রবিবার পর্যন্ত শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে কমতে থাকবে তাপমাত্রার পরিমাণ। এমনকি এই তাপমাত্রা ১০ ডিগ্রী সেন্টিগ্রেটে পৌঁছাতে পারে বলে অনুমান করছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। ফলে ইতিমধ্যে সাধারণ মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকি আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহওয়া দপ্তরের তরফ থেকে।