LPG সিলিন্ডার হয়ে গেল অনেকটা সস্তা, ছট পুজোর আগে বড় খবর, জানুন আজকের গ্যাসের দাম
ছট পুজোর সময় এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা কমিয়েছে ভারত সরকার
ছট পুজোর আগে এলপিজি সিলিন্ডার নিয়ে চলে এলো একটা বিশাল বড় আপডেট। ১৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে দিল্লি সহ চারটি মেট্রো শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা কমেছে। ৫৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম কমেছে এলপিজি সিলিন্ডারের। আপনাদের জানিয়ে রাখি এই এলপিজি সিলিন্ডারের ওজন ১৯ কেজি। অর্থাৎ শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে। এই এলপিজি সিলিন্ডার হোটেল রেস্টুরেন্ট ইত্যাদিতে ব্যবহার করা হয়।
এই মুহূর্তে দিল্লিতে এলপিজি ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৭৭৫.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৮৫ টাকা ৫০ পয়সা। মুম্বাইতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৭২৮ টাকা। চেন্নাইতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এই মুহূর্তে ১৯৪২ টাকা। এক নভেম্বর এই দাম ছিল অনেকটাই বেশি। দিল্লিতে সেই সময় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৮৩৩ টাকা। কলকাতাতে সেই সময় ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৯৪৩ টাকা। মুম্বাইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৭৮৫ টাকা ৫০ পয়সা। অন্যদিকে চেন্নাইতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৯৯ টাকা ৫০ পয়সা।
আপনাদের জানিয়ে রাখি এক নভেম্বরের শুরুতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন চারটি মেট্রো শহরে ১৯ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন করেছিল। সেই সময় এই সিলিন্ডারের দাম ১০১.৫ টাকা সংশোধন করেছিল।