ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৬০০ টাকায় এবার থেকে পাওয়া যাবে গ্যাস, জানুন কিভাবে বুক করলে পাবেন সুবিধা

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় ঘোষণা করল মোদি সরকার

Advertisement

কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদি সরকার বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে আরও একটি বড় ঘোষণা করে দিয়েছে। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের আরো একটি উপহার দিয়ে মোদী মন্ত্রিসভা সিলিন্ডারের উপরে ভর্তুকি ১০০ টাকা বৃদ্ধি করেছে। এর অর্থ হলো আগের ২০০ টাকার পরিবর্তে এখন ৩০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে যেকোনো গ্যাস সিলিন্ডারের উপরে। অর্থাৎ এলপিজি সিলিন্ডার যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে মাত্র ৬০০ টাকা দিতে হবে এখন।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের জন্য ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিতে গিয়ে এই নতুন ঘোষণা করেছেন। এর আগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময় গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছিল এবং উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য ভর্তুকি বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছিল। এখন ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে আরো ৩০০ টাকা করা হয়েছে।

গত মাসে ২০২৩ সালের সেপ্টেম্বরে যখন কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিজি সিলিন্ডারের দেওয়া ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করেছিল তখন রাজধানী দিল্লিতে ১৪.২ কেজি গার্হস্থ সিলিন্ডারের দাম ছিল ১১০৩ টাকা। কিন্তু এত বড় ডিসকাউন্ট পাবার পরে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা মাত্র ৭০৩ টাকায় গ্যাস পাচ্ছিলেন। এখন ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা ছাড় দেওয়া হয়েছে। এর ফলে এবারে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম এসে গিয়েছে ৬০৩ টাকায়। আপনাদের জানিয়ে রাখি সাধারণ নাগরিকদের জন্য দিল্লিতে এবং ভারতের অন্যান্য রাজ্যে সিলিন্ডারের দাম ৯০৩ টাকা।

Related Articles

Back to top button