ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম আবার একবার বাড়লো। ডিসেম্বরের শুরু থেকেই কার্যকর হবে এই নয় দাম। নতুন দামে এবার থেকে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে গেলে গ্রাহককে দিতে হবে ৭২৫ টাকা ৫০ পয়সা। কেন্দ্র সরকার বছরে ১২ টি গ্যাসের উপর ভর্তুকি দেয়, অর্থাৎ ১২ টি গ্যাস সিলিন্ডার নেওয়ার পরেও যদি বছরে আরও লাগে তখন ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হয়।
সেই ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দামই ১৯ টাকা ৫০ পয়সা বেড়ে গেলো ডিসেম্বরের শুরু থেকেই। গত চার মাস এই নিয়ে মোট ১২৪ টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের। একদিকে বাজারে সবজির অগ্নিমূল্য, অন্যদিকে এভাবে প্রতিমাসে রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে যে মধ্যবিত্তের মাথায় হাত পড়বে তা বলাই বাহুল্য।