রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে দীপাবলীর সময় সুখবর রয়েছে মধ্যবিত্তদের জন্য। এই পুজোর সময় আপনি যদি এখন গ্যাস সিলিন্ডার বুক করতে চান তাহলে আপনার জন্য দারুন খবর রয়েছে। একদিকে যেমন প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়ছে, ঠিক সেই সময়ই আপনি ৩৫০ টাকা সস্তায় গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। কিন্তু কি করে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আসলে বর্তমানে উজ্জ্বলা প্রকল্পের আওতায় ভর্তুকিসহ সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তবে এই পদ্ধতিতে গ্যাস কিনতে আপনার কম খরচ হবে। আসলে সরকার একটি কম্পোজিট এলপিজি সিলিন্ডার ৩৫০ টাকা কম দামে অর্থাৎ ৭৫০ টাকার মধ্যে কিনে নিতে পারবেন। এই সিলিন্ডারে ১০ কেজি গ্যাস থাকে। এই গ্যাস খুব সহজে বিতরণ করা যায়। সরকার প্রায় সব শহরে কম্পোজিট গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমতি দিয়েছে। আপাতত ২৮ টির বেশি শহরে উপলব্ধ এই কম্পোজিট গ্যাস।
এই কম্পোজিট গ্যাস মূলত বিক্রি করছে ইনডেন কোম্পানি। আপনি মাত্র ৭৫০ টাকা খরচ করেই কিনে নিতে পারবেন Indane এই গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডার কিনলে আপনি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ২ বছরে ব্যাপক দাম বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের। যেখানে ২০২০ সালে গৃহস্থ ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৫৯৪ টাকা। ২ বছরে প্রায় ৪৫০ টাকা দাম বেড়ে তা বর্তমানে হয়েছে ১০৭০ টাকা।