ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsদেশনিউজ

এলপিজি গ্যাস গ্রাহকদের জন্য বড় খবর, এই মানুষরা আর ভর্তুকি পাবেন না

গ্যাস গ্রাহকদের জন্য সম্প্রতি একটা বড় আপডেট নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার

Advertisement

এলপিজি গ্যাসে ভর্তুকি পেতে এবারের সমস্ত গ্রাহককে কেওয়াইসি করতে হবে। যারা কেওয়াইসি করবেন না তাদের ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। এরকমই নির্দেশ দেওয়া হয়েছে ভারতের সমস্ত গ্যাস সংস্থাকে। এছাড়াও জানানো হয়েছে আপনার সমস্ত গ্রাহকদের ই কেআইসি করে ফেলতে হবে আর কিছুদিনের মধ্যেই। সোমবার শহর ভিত্তিক ভারত গ্যাস বিক্রেতা মেজর যোগেন্দ্র দাস গ্যাস এজেন্সিতে কেওয়াইসি করার বিষয়টা নিয়ে গ্যাস সংস্থাগুলিকে আপডেট দিয়েছেন।

জানা যাচ্ছে এই কেওয়াইসি করার কাজ আজকে পর্যন্ত চলবে। এই কাজের জন্য প্রতি গ্যাস অফিসে ৬ জন করে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করা যায়।

গ্যাস সংস্থার পরিচালক সঞ্জয় কুমার জয়সওয়াল বলেছেন, যে সমস্ত গ্রাহক যারা ভর্তুকি পাচ্ছেন, তাদের আধার কার্ডের ফটোকপি নিয়ে গ্যাস এজেন্সিতে আসতে হবে এবং বায়োমেট্রিক্স এর মাধ্যমে তাদের কেওয়াইসি করতে হবে। তিনি বলছেন, যে সমস্ত গ্যাস গ্রাহকরা এই কেওয়াইসি করবেন না তারা ভর্তুকি পাবেন না এবার থেকে। এই বিষয়ে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বায়োমেট্রিক করার কাজ হচ্ছে। পরে সাব এজেন্সিগুলিতে শীঘ্রই এই কাজ শুরু হবে

Related Articles

Back to top button