ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsদেশনিউজরাজ্য

LPG GAS Cylinder: মাসের শুরুতেই স্বস্তির খবর, কমল Gas সিলিন্ডারের দাম, দেখে নিন কলকাতায় কত?

ভারতে এই মুহূর্তে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Advertisement

মে মাসের শুরুতেই সাধারণ মানুষের জন্য দারুন সুখবর নিয়ে হাজির হলো ভারত সরকার। অবশেষে দেশের তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মে মাস থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম কমার পর এবার থেকে দিল্লিতে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম হবে ১৭৪৫.৫০ টাকা। দেশজুড়ে নতুন দাম বুধবার ১ মে থেকে লাগু করা হবে বলে জানা যাচ্ছে। গত মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩০.৫০ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। সেই সময় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়েছিল। এর আগে মার্চ মাসে ২৫ টাকা দাম কমানো হয়েছিল সিলিন্ডারের। তবে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে কিন্তু ১৪ টাকা বেড়েছিল দাম। পহেলা জানুয়ারিতে ১.৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৭৬৫.৫০ টাকায়। অন্যদিকে কলকাতায় এই মুহূর্তে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা কমে হয়েছে ১৮৫৯ টাকা। এছাড়াও মুম্বাইয়ে এই মুহূর্তে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম চলছে ১৬৯৮.৫০ টাকা এবং চেন্নাইতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এই মুহূর্তে ১৯১১ টাকা।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে গেলেও এখনো পর্যন্ত বাড়ির রান্নার গ্যাসের দাম কিন্তু পরিবর্তিত হয়নি। বাড়ির রান্নার গ্যাসের দাম আগের মতই রয়েছে। এই মুহূর্তে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন আসেনি। এই মুহূর্তে দিল্লিতে বাড়ির রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে ৮০৩ টাকায়। উজ্জ্বলা যোজনার সুবিধা ভোগীরা ৬০৩ টাকায় এই মুহূর্তে গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন।

Related Articles

Back to top button