সামনেই হোলি। হোলির আগে যারা গ্যাস সিলিন্ডার কিনছেন তাদের জন্য রয়েছে দারুণ খবর। চলতি মার্চ মাসে সরকারি তেল কোম্পানিগুলি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ালেও, এসবের মাঝে সস্তায় গ্যাস সিলিন্ডার কেনার সুযোগ রয়েছে আপনার কাছে। কিন্তু কি করে? আপনাদের জানিয়ে রাখি, দেশের রাজধানীতে একটি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। আসুন আমরা আপনাকে বলি কিভাবে আপনি সস্তায় গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন।
আপনি যদি বিভিন্ন অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করে থাকেন তাহলে ক্যাশব্যাক পেয়ে যাবেন। পেটিএম এবং অন্যান্য বেশ কিছু অ্যাপ থেকে গ্যাস বুক করলে এই ক্যাশব্যাক পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন হয় প্রোমোকোডের। কিন্তু আজকে আপনাদের এমন এক অ্যাপের খোঁজ দেব, যাতে প্রোমোকোড ছাড়াই গ্যাস বুকিং করলে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। গ্রাহকরা বাজাজ ফিনসার্ভ অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিংয়ে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন, যা ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদান করে। এই অফারের জন্য আপনাকে কোনো প্রোমোকোড ব্যবহার করতে হবে না, তবে আপনি Bajaj Pay UPI এর মাধ্যমে অর্থ প্রদান করে ছাড় পেতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকা এবং মুম্বইতে গ্যাস সিলিন্ডার ১১০২.৫০ টাকায় পাওয়া যাচ্ছে। মার্চের আগে কলকাতায় সিলিন্ডারের দাম ছিল ১০৭৯ টাকা, যা বেড়ে ১১২৯ টাকা হয়েছে। চেন্নাইতেও ১ মার্চ ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এইসময় অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করে সামান্য সস্তা পেলেও, তা ক্ষতির কি।