দেখতে দেখতে কেটে গিয়েছে ডিসেম্বর মাস। নতুন ২০২৩ সালের আগমনে খুশির আবহাওয়া সকলের মধ্যে। আর এরমধ্যেই সাধারণ মানুষ পেল নতুন বছরের উপহার। হ্যাঁ, এটাই সত্যি। নতুন বছরে একধাক্কায় অনেকটাই কমল গ্যাসের সিলিন্ডারের দাম। তবে এই ঘটনাটি বাংলাদেশের। বাংলাদেশি মুদ্রায় ৬৫ টাকা দাম কমল রান্নার গ্যাসের। এবার বাংলাদেশে এখন থেকে ১২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে বাংলাদেশি মুদ্রায় ১২৩২ টাকা। এত দিন ওই গ্যাস সিলিন্ডার কিনতে দিতে হত ১২৯৭ টাকা।
গ্যাসের দাম কমার কথা বছর শুরুতেই ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গত সোমবার বিকেল থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশে এলপিজি সিলিন্ডারের দাম কমার কথা জানিয়েছেন বিইআরসি-র চেয়ারম্যান আবদুল জলিল। গত ডিসেম্বরে সিলিন্ডারপিছু গ্যাসের দাম বাংলাদেশি মুদ্রায় বেড়েছিল ৪৬ টাকা। এই জানুয়ারিতে দাম অবশ্য অনেকটাই কমল। এতে যে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।
তবে সরকারি এলিপিজি এর দাম কমেনি। কিন্তু দাম পরিবর্তন হয়েছে গাড়ির গ্যাসের। এই গ্যাসকে অটোগ্যাস বলে। অটোগ্যাসের নতুন দাম নির্ধারিত হয়েছে লিটারপিছু বাংলাদেশি মুদ্রায় ৫৫.৯২ টাকা। এটি আগে ছিল ৫৭.৫৫ টাকা।














