এবার এক ধাক্কায় প্রায় ১৮ বেড়েছে LPG গ্যাসের দাম। আজ্ঞে হ্যাঁ, আজ অর্থাৎ ১লা ডিসেম্বর থেকে LPG সিলিন্ডার পিছু অতিরিক্ত ১৮ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। আজ সকালে গ্রাহকদের জন্য এই বড় ধাক্কা প্রদান করেছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান। তবে সাধারণ গৃহস্থের জন্য দুশ্চিন্তার কারণ নেই। তারা আগের দামেই ক্রয় করতে পারবেন LPG সিলিন্ডার। শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহারিত সিলিন্ডারের উপর অতিরিক্ত মূল্য বাড়ানো হয়েছে। এটি শুধুমাত্র পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষ জুড়ে বেড়েছে ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম।
আমরা আপনাদের বলি, দেশের সাধারণ জনগণ ১৪ কেজির সিলিন্ডার আগের মূল্যে ক্রয় করতে পারবেন। যদি ১৪ কেজি গ্যাসের সিলিন্ডারের দামের কথা বলি, তবে এটি পাটনায় ৮৯২.৫০ টাকায়, কলকাতায় ৮২৯, মুম্বাইতে ৮০২.৫০ এবং চেন্নাইয়ের মতো বড় শহরে ৮১৮.৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারিত ১৯ কেজি সিলিন্ডারের মূল্য সারা দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। গত মাসে যে সিলিন্ডারের মূল্য কলকাতার বাজারে ১৯১১.৫০ টাকা ছিল, বর্তমানে তা বেড়ে ১৯২৭ টাকা হয়েছে। মুম্বাইতে একই সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বেড়ে ১৭৭১ টাকায় পাওয়া যাচ্ছে। পাটনাতে এই সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়িয়েছে ২০৭২.৫ টাকায়। অর্থাৎ এক রাতের পরিবর্তনে মোটা অংকের টাকা অতিরিক্ত গুনতে হবে সারা দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে।