PM উজ্জ্বলা যোজনার জন্য সুখবর, ভর্তুকির পরিমাণ এত বেড়েছে, দেখুন
বর্তমানে এমন অনেক বাড়ি রয়েছে যেখানে এখনো পর্যন্ত গ্যাস পৌঁছায়নি। তাদের কথা মাথায় রেখেই ২০১৬’র ১’লা মে মোদী সরকার উজ্জ্বলা প্রকল্প শুরু করেছিল। এটি কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রকল্প নিয়ে সমস্ত তথ্য নিয়ে নিম্নে আলোচিত হল।
এই প্রকল্পের অধীনে থাকা সমস্ত বিপিএল ও এপিএল কার্ডধারী পরিবারের মহিলাদের ১৬০০ টাকার আর্থিক সহায়তা করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। চলতি বছরেই সমস্ত দরিদ্র বিপিএল ও এপিএল কার্ডধারীদের ঘরে ঘরে এই উজ্জ্বলা গ্যাস পৌঁছে যাবে। আর এই গ্যাস পাওয়ার জন্য বাড়ির মেয়েদের বয়স অন্তত ১৮ বছরের উপরে হতে হবে।
গতবুধবার মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে তেলেঙ্গানায় ফরেস্ট গডের নামে সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার অনুমোদনও দিয়েছে। আর এই উপজাতি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হবে ‘সাম্মাক্কা সারাক্কা কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়’। এটি প্রতিষ্ঠার জন্য ২০০৯-এর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের অনুমোদন করা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয় নির্মাণে ৮৮৯ কোটি টাকা খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার।
এখন থেকে এই প্রকল্পের অধীনে থাকা গ্রাহকদের ভর্তুকি বাড়বে। ২০০-র পরিবর্তে মিলবে ৩০০ টাকা। ৭০০ নয় এবার থেকে ৬০০ থেকেই মিলবে গ্যাস। ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার এতদিন ৭০৩ টাকায় পাওয়া যাচ্ছিল। এখন থেকে সেটি ৬০৩ টাকাতেই পাওয়া যাবে।