ব্রিগেড সমাবেশের আগে বাংলা জনপ্রিয় গান টুম্পা সোনা নিয়ে প্যারোডি তৈরি করে একেবারে চমকে দিয়েছিল বাম ব্রিগেড। আর টুম্পা সোনার পরে এবারে বামেদের নতুন সংযোজন লুঙ্গি ডান্স। এবারে বামেরা তৈরি করেছে এই বলিউড গানের প্যারোডি। শুক্রবার সন্ধ্যার দিকে রাহুল রায় এবং নীলাব্জ নিয়োগী এই গানটি তৈরি করেছেন। টুম্পা সোনা গানের লিরিক্স ছিল – ‘ টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো ‘। আর এবারে লিরিকস রাখা হয়েছে ‘ লাল ফেরাও, হাল ফেরাও ‘।
এই স্লোগানটি বর্তমানে বামেদের মূল রাজনৈতিক প্রচার এর স্লোগান। কার্টুন ব্যঙ্গ চিত্রের মাধ্যমে তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ্য করা হয়েছে। রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে প্রথম থেকে উঠে আসছে সারদা, নারদা, এর মতো একাধিক সংস্থার আড়ালে তোলাবাজির অভিযোগ। বারংবার এই সমস্ত কারণে রাজ্যের নেতারা ইডির সমন পেয়েছেন।
অন্যদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ রেল, বীমা এর মতো একাধিক সংস্থার বেসরকারিকরণের অভিযোগ উঠেছে। এছাড়াও, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী করোনাভাইরাস এর সময় বলেছিলেন সারাদেশে তালি থালি বাজাতে। সেই বিষয়টিকে সুর এবং তাহলে ব্যঙ্গ করা হয়েছে বামেদের এই নতুন প্যারোডি তে।
বিজেপি কে আক্রমণ করার জন্য বারংবার তারা ব্যবহার করেছে দাঙ্গাবাজ শব্দটি। এছাড়াও তারা বলেছে, মাথা বিগড়াতে ধর্ম ফাটাচ্ছে জাতীয় কথা। বিজেপি এবং তৃণমূল এর মধ্যে কোন পার্থক্য নেই তা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে “বিজেমুল” কথাটি। অন্যদিকে ভোটের মুখেই শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, সময় একাধিক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বামেদের এই প্যারোডি তে তাদেরকেও কটাক্ষ্য করা হয়েছে। তাদের মূল বক্তব্য, তারা তৃণমূলে থাকার সময় দুর্নীতিতে যুক্ত ছিলেন।