নিউজরাজ্য

এম.এ পাস করে ফুচকার দোকান খুললেন কৃষ্ণনগরের শিম্পি সাহা, জানুন তার কথা

Advertisement

বর্তমান পরিস্থিতিতে নতুন করে কাজ পাওয়া একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থা ভেঙে গিয়েছে। এই অবস্থায় কাজ হারাচ্ছেন বহু মানুষ। নতুন করে নিজের মনের মত কাজ পাওয়া তো দূরের কথা, পুরনো কাজ টিকিয়ে রাখাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই অবস্থাতে নদীয়ার শিম্পি সাহা নিজের একটি ছোট্ট ফুচকার দোকান খুলে বসেছেন। ব্যবসা করার ইচ্ছা থেকেই নিজের স্বপ্নের দিকে একধাপ এগোলেন তিনি। এমএ পাস করার পরেও এই উদ্যোগ নিতে এতটুকুও থমকাননি তিনি।

কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা শিম্পি সাহা। তিনি এমএ পাস করেছেন। এমের পড়াশোনার পাশাপাশি চলছিল প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর প্রস্তুতি। কিন্তু নিজে থেকে কিছু করবেন সেই ইচ্ছা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তার এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন সকলেই। জানা গেছে ছোট থেকেই ব্যবসার দিকে ঝোঁক ছিল তার। মেয়ের এই সিদ্ধান্তে খুশি তার অভিভাবকেরাও।

কৃষ্ণনগরের বাসিন্দা শিম্পি সাহা গতবছরের ডিসেম্বর মাস থেকেই শুরু করেছেন নিজের এই ব্যবসা। শক্তিনগর থেকে দোগাছির রাস্তা ধরে এগোলে, কাঠালতলা শনি মন্দিরের ঠিক উল্টোদিকেই দেখা মিলবে শিম্পির। এখানে এসে নিজের দোকান সাজিয়ে বসে থাকে। শুরুতেই তিনি ভেবেছিলেন তার এই উদ্যোগকে অনেকেই সমর্থন করবেন না। শুরু করার পর পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও তার এই উদ্যোগকে সমর্থন জানান।

তার কাছে শুধুমাত্র চেনা পরিচিত নয়, অনেকেই আসেন ফুচকা খাওয়ার জন্য। পাড়ার লোকের বায়রেও অনেকে তার কাছে আসেন। স্কুলের মেয়েদের কাছ থেকে ভীষণভাবে সমর্থন পেয়েছেন তিনি। ব্যবসা এমন ভাবেই চলতে থাকলে ভবিষ্যতে একটি ক্যাফে খোলার ইচ্ছে আছে এই এমএ পাস ফুচকাওয়ালির। অবশ্য এমন ঘটনা নতুন নয়, এর আগেও এই ধরনের একাধিক ঘটনা শোনা গিয়েছে।

Related Articles

Back to top button