Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অর্জুন সিংয়ের পাড়ার লক্ষ্যে মমতা বিগ্রেড! করতে চলেছে এই কাজটি

Updated :  Friday, October 18, 2019 10:19 PM

বিজেপির হাতে চলে যাওয়া পুরসভাগুলি পুনরুদ্ধারের পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বুধবার নৈহাটি পুরসভা দখলের পর এবার অর্জুনগড়ে নজর মমতা ব্রিগেডের। তা নিয়েই বড় দাবি করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘ নৈহাটির পর গারুলিয়া, তারপর ভাটপাড়া। নভেম্বরে ভাটপাড়া পুনর্দখল করবে তৃণমূল। ২১-২৩ কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছেন। আস্তে আস্তে সব পুরসভা আবার তৃণমূলের হাতে চলে আসবে। এখন শুধু সময়ের অপেক্ষা।’

যদিও  উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয়র দাবি উড়িয়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, ‘ জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার ভাটপাড়া এসে অনেক বড় বড় কথা বলেছেন। উনি হইত ভুলে গেছেন যে উনি নিজের কেন্দ্রেই ২৭ হাজার ভোটে হেরে ছিলেন। আমার ভাটপাড়া পুরবোর্ড বিজেপির হাতছাড়া হবে না। নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া পুরসভার যে কাউন্সিলররা বিজেপিতে এসে ফের তৃণমূলে ফিরে গিয়েছে তারা দুর্নীতিতে ডুবে গিয়েছে। ওরকম পচা লোক আমাদের দলে চাই না। ‘

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া, ভাটপাড়ার মতো পুরসভা একের পর এক দখল করে নেয় বিজেপি। তারপর থেকেই সমস্ত পুরসভা পুনরুদ্ধারের কাজে লেগে পড়ে মমতা ব্রিগেড। মুকুল রায়কে রীতিমতো টেক্কা দিয়ে কাঁচরাপাড়া, বনগাঁ, হালিশহর পুনরুদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বুধবার আস্থা ভোটে জিতে নৈহাটি পুরসভা নিজেদের দখলে এনেছে তৃণমূল। বর্তমানে ভাটপাড়া পুরসভা নিয়েই সমস্ত রাজনৈতিক উত্তেজনা।