Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Madalsa Sharma Photo: দেওরের ছবির প্রি-রিলিজে মাদালসা, হাজির ছিলেন মহাক্ষয় ও মিঠুনও

Updated :  Tuesday, April 25, 2023 4:42 PM

বলিউডের পাশাপাশি টলিউডের অন্যতম সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক পরিশ্রম করেছেন তিনি। অবশ্য সেকথা অজানা নয় কারোরই। মিডিয়ার পাতায় কারণে-অকারণে চর্চায় থাকেন অভিনেতা। তবে এবার নিজের সূত্র ধরে নয়, ছেলে নামাসির সূত্রেই চর্চায় মিঠুন চক্রবর্তী।

খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে মিঠুন পুত্রের ‘ব্যাড বয়’। উল্লেখ্য ছবির সূত্র ধরেই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। আসন্ন এই ছবিতে রাজেশ শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, জনি লিভার, দর্শন জারিওয়ালার মতো একাধিক জনপ্রিয় তারকাদের দেখা মিলবে। এই ছবির মুখ্য ভূমিকায় মিঠুনপুত্র নামাসি চক্রবর্তী ও আমরিন ক্রুরেশির দেখা মিলবে। সম্প্রতি এই ছবিরই প্রি-রিলিজে উপস্থিত ছিল গোটা চক্রবর্তী পরিবার। আপাতত, সেই ঝলক ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়।

কয়েকদিন আগেই নামাসির আসন্ন ছবি ‘ব্যাড বয়’এর প্রি-রিলিজের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বড় ভাবে। আর সেই অনুষ্ঠানেই নামাসির বৌদি মাদলসার পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রীর মা। উপস্থিত ছিলেন দাদা মহাক্ষয় চক্রবর্তী ও বাবা মিঠুন চক্রবর্তীও। অবশ্য তার ঝলক মিলবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই। এদিনকার একাধিক ঝলক হিন্দি ধারাবাহিক জগৎ-এর অন্যতম পরিচিত অভিনেত্রী মাদালসা শর্মা শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। পাশাপাশি আসন্ন ছবির জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন নিজের প্রিয় দেওর নামা ও তার সহ অভিনেত্রীকে। উল্লেখ্য, আগামী ২৮’শে এপ্রিল মুক্তি পেতে চলেছে মিঠুন পুত্রের ‘ব্যাড বয়’। এখন এটাই দেখার তার অভিনয় ঠিক কতটা প্রভাব ফেলে দর্শকদের উপর।