Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালো শর্ট ড্রেসে তুমুল নেচে ভাইরাল হলেন মিঠুনের পুত্রবধূ মদালসা, নিমেষেই ঝড় তুলল অভিনেত্রী

Updated :  Sunday, January 3, 2021 9:58 PM

সম্প্রতি বিদায় নিয়েছে 2020। 2021 সালে পদার্পণ করেছে সমগ্র পৃথিবী। নতুন বছর উপলক্ষ্যে কালো শর্ট ড্রেসে তুমুল নেচে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র পুত্রবধূ অভিনেত্রী মদালসা শর্মা (Madalsa sharma)।  মদালসার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এছাড়া মদালসা গ্রে রঙের শাড়ি ড্রেসেও একটি ছবি শেয়ার করেছেন।

এই মুহূর্তে হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’য় কাব্যার চরিত্রে অভিনয় করছেন মদালসা। এই সিরিয়ালে মদালসার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘অনুপমা’ সিরিয়ালের টিআরপিও যথেষ্ট ভালো।  এর আগে মদালসা বিদেশের সুইমিং পুলে কিছু ছবি তুলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিগুলিও যথেষ্ট ভাইরাল হয়েছিল।

মদালসা ফিল্ম নির্মাতা সুভাষ শর্মা (subhash Sharma)-র মেয়ে।   2009 সালে তেলেগু ফিল্ম ‘ফিটিং মাস্টার’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মদালসা। এই ফিল্মটি সুপারহিট হয়েছিল এবং মদালসার অভিনয় প্রশংসিত হয়েছিল। 2011 সালে গণেশ আচার্য (Ganesh Acharya) পরিচালিত ফিল্ম ‘অ্যাঞ্জেল’-এর মাধ্যমে বলিউডে আসেন মদালসা।  সংবাদমাধ্যমগুলি তাঁকে ‘আই ক‍্যান্ডি’ আখ‍্যা দেয়। মদালসা ‘দি গার্ল উইথ দি ইন্ডিয়ান এমারেল্ড’ নামে একটি জার্মান ফিল্মেও কাজ করেছেন।

2018 সালে মদালসার সঙ্গে বিয়ে হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর জ‍্যেষ্ঠপুত্র মিমো চক্রবর্তী(Mimo Chakraborty)র। কিছুদিন আগে জনৈক টেলিভিশন অভিনেত্রী, মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। মিমোর বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় এফআইআর করেন ওই অভিনেত্রী। পুলিশি তদন্তে মিমোর বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিললেও মদালসা একজন মহিলা হয়ে ওই অভিনেত্রীকে মিথ্যাবাদী বলেন। তিনি জানান, এইসব তিন বছর আগের গল্প, মিমো এখন অনেক এগিয়ে গেছেন। মদালসার এই মনোভাব সেলিব্রিটি মহলে নিন্দনীয় হয়েছে।