Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘আমি মদন মিত্র, খবর দেখিনা, খবর পড়িনা, খবর তৈরি করি’, মিঠুনকে খোঁচা মদনের

Updated :  Monday, March 8, 2021 10:03 AM

ব্রিগেডে জনসভায় বক্তব্য রেখেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর তার বক্তব্যের পাল্টা দিলেন মদন মিত্র। মহাগুরু মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্ট ছবির বিখ্যাত ডায়লগ তিনি নিয়ে এলেন একেবারে নিজের আঙ্গিকে। লাইভে এসে ফেসবুক মদন বললেন, “আমি মদন মিত্র, খবর দেখিনা , খবর পড়িনা, খবর তৈরি করি।” এবং বিজেপিকে হুংকার দিয়ে বলে দিলেন, “মারবো এখানে পড়বে ঝাড়খণ্ডে।”

ব্রিগেড গ্রাউন্ডে মিঠুন চক্রবর্তী সাদা পাঞ্জাবি, গলায় উত্তরীয় পরে হঠাৎ হয়ে উঠেছিলেন মিঠুন দা। মিঠুনের কণ্ঠে ছিল এদিন ফাটাকেষ্ট এর একের পর এক কমেন্ট। এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তিনি দিলেন তার সেই ট্রেডমার্ক ডায়লগ, “মারবো এখানে লাশ পড়বে শ্মশানে।” এছাড়াও তিনি আকারে-ইঙ্গিতে জানিয়ে দিলেন, তিনি সব সময় বিজেপির পাশে রয়েছেন। এছাড়া বুঝিয়ে দিলেন, “বাংলায় যারা থাকে তাদেরকে আমি বাঙালি মনে করি।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, বাংলায় বিজেপির অন্যতম ঢাল হয়ে উঠতে পারেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও তার গলায় ছিল তার বিখ্যাত ডায়লগ, “আমি জলঢোঁড়াও নই, আমি বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি।”

এদিন লাইভে এসে মদন মিত্র মিঠুন চক্রবর্তী কে উদ্দেশ্য করে একের পর এক মন্তব্য করতে থাকেন। তিনি বলেন, “মিঠুন চক্রবর্তী আমার অত্যন্ত প্রিয় মানুষ। তিনি বলছেন তিনি হেলেও নন, তিনি ঢোড়াও নন, এক ছোবলেই ছাপ।” আমিও বলছি, আপনারাও জেনে রাখুন, আমি মদন মিত্র, সারা বাংলার বিজেপি জেনে রাখুন, “মারবো এখানে, পড়বে ঝাড়খন্ডে।”

এছাড়াও তিনি মহাগুরু কে জানিয়ে দিলেন, তিনি মদন মিত্র, তিনি খবর তৈরি করেন। মিঠুন চক্রবর্তী ঘোষণা করে দিয়েছিলেন তিনি বিজেপির হয়ে প্রচারে নামবেন আগামী ১২ মার্চ থেকে। আর তাকে দেখে যাবে একেবারে ফাটাকেষ্ট স্টাইলে। তার আগেই মদন মিত্র ঘোষণা করে দিলেন, উত্তরবঙ্গে জয়ের রেকর্ড করবে তৃণমূল কংগ্রেস। এছাড়া মদন মিত্র বক্তব্য শেষে ছোট্ট সংযোজন করলেন – ওহ লাভলি!