এককালে তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা ছিলেন মদন মিত্র। এমনকি মমতা সরকারের প্রাক্তন পরিবহণমন্ত্রীও ছিলেন তিনি। বিগত বিধানসভা ভোটে ভাটপাড়া উপনির্বাচনের প্রার্থী হিসাবে মদন মিত্রের নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্বাচনে হেরে যান মদন। কিন্তু এবারে কোনো হার- জিত নয়, এবারে মদন মিত্রই ফাঁস করলেন তৃণমূল দল ও মমতার দুর্নীতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, মমতা হেরে যাওয়ার ভয়ে সব ভুল সিদ্ধান্ত নিয়েছে। মমতা মনে করেছিলো যে তার বিরুদ্ধে একটা স্লোগান পশ্চিমবঙ্গে উঠে আসছে। তাই তিনি নিজের জায়গায়কে ধরে রাখার জন্য তেড়ে আসেন। ইলেকশন কমিশনারের বিরুদ্ধে মমতা গেছিল বলেই ১৫০ জন প্রাণ হারিয়েছেন। মদন আরও বলেন যে, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছিল। মমতার নাম তৃণমূলের সাথে ওতোপ্রতো ভাবে জড়িয়ে যাওয়ায় এবং ক্ষমতার লোভে এত দুর্নীতি হয়েছে দলে।