Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সৌন্দর্যের নিরিখে তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দেবে মাধবনের স্ত্রী, দেখুন তাঁর সুন্দর ছবি

Updated :  Tuesday, October 18, 2022 8:14 AM

বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে পারেন না, তো আবার কেউ কেউ হাতেগোনা কয়েকটি সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় সর্বদা রয়ে যায়। এই বলিউড জগতের এক অন্যতম পরিচিত মুখ হলেন মাধবন। অবশ্য শুধু বলিউড বললে ভুল হবে, হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণী বিভিন্ন সিনেমাতেও অভিনয় করে সকলের মন জয় করেছেন অভিনেতা মাধবন। তবে আজকের এই প্রতিবেদন তাঁকে নিয়ে নয়। এই প্রতিবেদন তাঁর স্ত্রীকে নিয়ে।

সৌন্দর্যের নিরিখে তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দেবে মাধবনের স্ত্রী, দেখুন তাঁর সুন্দর ছবি

মাধবন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ ছবির মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। এ ছবিতে তার সঙ্গে দেখা গেছে দিয়া মির্জাকে। তারপর মাধবন অনেক সিনেমাতে অভিনয় করলেও তাকে বলিউডের প্রথম সারিতে কখনোই দেখা যায় না। কিন্তু অভিনেতার প্রত্যেকটি সিনেমা জায়গা করে নিয়েছে বক্স অফিস। এই অভিনেতা ১৯৯৯ সালে সরিতা বিরাজের সাথে বিয়ে করেন। প্রায় ২১ বছর সম্পূর্ণ হয়েছে এই জুটির। তাঁরা এক অপরের সাথে বেশ সুখে সংসার করছেন।

সৌন্দর্যের নিরিখে তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দেবে মাধবনের স্ত্রী, দেখুন তাঁর সুন্দর ছবি

আপনাদের জানিয়ে রাখি, সরিতার সাথে মাধবনের দেখা হয়েছিল ১৯৯১ সালে মহারাষ্ট্রের কোলাপুরে। তখন পড়াশোনা শেষ করে দুজনেই কমিউনিকেশন ও পাবলিক স্পিকিং এর ক্লাস করতেন। এই কোর্স শেষ হওয়ার পর সরিতা এয়ারহোস্টেসের কাজ শুরু করে দেন। এরপর একে অপরের বন্ধুত্ব বাড়ে এবং ক্রমশ তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। প্রায় ৮ বছর ডেট করার পর তামিল রীতি মেনে তাঁরা বিয়ে করে নেন। মাধবনের স্ত্রী সর্বদাই লাইনলাইট থেকে দূরেই থাকেন। তবে সৌন্দর্যের নিরিখে তিনি টেক্কা দিতে পারেন অনেক বলি অভিনেত্রীকেও।

সৌন্দর্যের নিরিখে তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দেবে মাধবনের স্ত্রী, দেখুন তাঁর সুন্দর ছবি