Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভেজা শরীর, খোলা চুল! সুইমিংপুলে স্নানের ছবি শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা

Updated :  Friday, April 23, 2021 8:48 AM

জলকেলিতে মগ্ন মধুমিতা সরকার। এই ভাবেই বিশ্ব ধরিত্রী দিবস পালন করছেন তিনি। ব্যাপারটা বিস্তারিত ভাবে বলা যাক।

আজ ২২ এপ্রিল, সারা বিশ্ব পালন করছে বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ‘রিস্টোর আওয়ার আর্থ’ প্রতিপাদ্য নিয়ে এই বছর পালিত হচ্ছে ধরিত্রী দিবস। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। এই বছর তারই ৫১তম বার্ষিকী। একটা সময় এর সূত্রপাত হয় আমেরিকায়। ১৯৭০ সালে প্রথমবার ‘বসুদ্ধরা দিবস’ (World Earth Day 2021) পালিত হয় গোটা বিশ্বে। এবারের বসুন্ধরা দিবসের থিম ‘আমাদের পৃথিবীকে পুনরুদ্ধার করো’ (Restore Our Earth)।

মধুমিতা সরকার, এই মুহূর্তের জনপ্রিয় অভিনেত্রী। প্রায় সময় তাঁকে বোল্ড ফটোশ্যুট দেখা যায় সোশ্যাল মিডিয়ার পেজে। নেট জনতার কাছে মধুমিতা মানেই হট কেক। প্রায় সময় হট অবতারে দেখা দেন তিনি। দর্শকদের সঙ্গে যোগাযোগ বহাল রাখার উদ্দেশ্যই সোশ্যাল মিডিয়ায় এ্যাক্টিভ থাকেন তিনি।

আজ যেহেতু ধরিত্রী দিবস অর্থাৎ earth day, তাই তিনিও বিকিনি পরে সুইমিং পুলে নেমে গেলেন। জলকেলিতে ব্যস্ত তিনি। তার ভেজা শরীর, খোলা চুল জানান দিচ্ছে আজ বিশ্ব ধরিত্রী দিবস। অভিনেত্রী নিজেই এদিন ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন earth is nothing without water.