Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লাল রঙের হট ড্রেসে ঝড় তুললেন অভিনেত্রী মধুমিতা, তুমুল ভাইরাল ছবি

Updated :  Tuesday, October 20, 2020 10:15 PM

ইদানিং মধুমিতা সরকার প্রায়ই ঝড় তুলছেন সাইবার দুনিয়ায়। কখনো শাড়িতে,কখনো ওয়েস্টার্ন আউটফিটে মধুমিতা নিজের ভার্সেটালিটি মেলে ধরছেন নেটিজেনদের কাছে। সম্প্রতি তাঁর দুটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তাঁর পরনে রয়েছে রেড বিকিনি টপ এবং রেড বটম। এই ড্রেসের সাথে মানানসই করে নিজের ওয়েভি হেয়ারস্টাইল করেছেন মধুমিতা। নেটিজেনরা মধুমিতার এই লুককে অসাধারণ বলেছেন। কিছুদিন আগেই হলুদ রঙের শিফন শাড়িতে কয়েকটি ফটো এবং একটি ভিডিও পোস্ট করেছিলেন মধুমিতা। সেই ভিডিওতে তাঁকে ‘বেদরদী রাজা’ গানের সাথে সিডাকটিভ স্টাইলে ডান্স করতে দেখা গিয়েছিল। তাঁর এই ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছিল। এর আগে মধুমিতা একটি ফটোশুট করেছিলেন যেখানে তাঁকে বিভিন্ন পোশাকে দেখা গেলেও সবচেয়ে নজর কেড়েছিল তাঁর একটি ছবি যেখানে তিনি ফুশিয়া রঙের গাউন পরেছিলেন। এছাড়া কালো শিফন শাড়িতে তাঁকে সুন্দরী লেগেছে। তাঁর আরেকটি ফটো ভাইরাল হয়েছিল যেখানে তিনি সবুজ ব্লেজার পরেছিলেন।

এই মুহূর্তে টলি টাউনের নতুন মুখের সারির মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা। তবে তাঁর জনপ্রিয়তার শুরু টেলিভিশনের পর্দা থেকে। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করলেও মধুমিতা নজর কাড়েন টিনএজে ‘ সবিনয় নিবেদন’ সিরিয়ালের মাধ্যমে। এই সিরিয়ালে তিনি একটি অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। এরপর তাঁকে বিভিন্ন সিরিয়ালে দেখা গেলেও ‘কুসুম দোলা ‘ সিরিয়ালের ইমন তাঁকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। এই চরিত্রের মাধ্যমে তিনি দর্শকদের কাছে হয়ে ওঠেন পাশের বাড়ির মেয়ে। ইন্ডাস্ট্রিতে তাঁর ফিল্ম কেরিয়ার শুরু হয় ‘লাভ আজ কাল পরশু ‘ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মটি মাঝারি মানের হিট হলেও মধুমিতার অভিনয় প্রশংসিত হয়। এই মুহূর্তে মধুমিতা বেশ কিছু ফিল্মে কাজ করছেন যার মধ্যে রয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘চিনি’।

‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর। ক্রমে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। একসময় সৌরভ ও মধুমিতা বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। এই মুহূর্তে তাঁরা দুজনেই নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত।