মাধুরী দীক্ষিতের বাড়িতে এলো সুখের উপহার, মিষ্টি বিতরণ করছেন তার স্বামী, দেখুন ছবি

৮০-৯০ দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। বর্তমানেও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা কায়েম রেখেছেন তিনি। একজন ভালো…

Avatar

৮০-৯০ দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। বর্তমানেও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা কায়েম রেখেছেন তিনি। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি নিজের অভিনয় কিংবা নাচের সূত্র ধরে নয়, একেবারে একটি ভিন্ন কারণের সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চার আলোয় বলিউডের মোহিনী।

১৯৯৯ সালেই ডক্টর নেনের সাথে সাত পাক ঘুরেছিলেন মাধুরী। বিয়ের পরেও একাধিক হিট উপহার দিয়েছিলেন দর্শকদের। তাদের দুই পুত্রসন্তানও রয়েছে, অরিন ও রায়ান। এই মুহূর্তে রায়ানের সূত্র ধরেই ডক্টর নেনে ও মাধুরী দীক্ষিত চর্চায় রয়েছেন মিডিয়ার পাতায়। সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করেই নিজেদের গর্বিত হওয়ার কথা প্রকাশ করেছেন তারা। ইতিমধ্যেই সেই ঝলক নজরে এসেছে অধিকাংশ নেটনাগরিকদের। আর খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক নজরে আসতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শুভেচ্ছাবার্তায় তাদের ভরিয়ে দিয়েছেন নেটজনতার পাশাপাশি অগণিত অনুরাগীমহলও।

অভিনেত্রী ও ডক্টর নেনে নিজেদের ছেলে রায়ানের স্নাতক স্তরের পড়াশোনা শেষ হওয়ার কথা জানিয়েই ছবি শেয়ার করেছেন। এক বড় অধ্যায় শেষ করে রায়ান নতুন জীবনে পা রাখতে চলেছে, সেকথাও তাদের ক্যাপশনের সূত্র ধরেই প্রকাশ পেয়েছে সকলের কাছে। তারা রীতিমতো গর্বিত ছেলেকে নিয়ে, ঝলকে তাদের চোখে মুখেই প্রকাশ পেয়েছে সেকথা। এদিন অভিনেত্রী ও ডক্টর নেনের শেয়ার করে নেওয়া ঝলকে তার সার্টিফিকেট নেওয়ার ঝলকও উঠে এসেছে। রায়ানের এই বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে অভিনেত্রীর পাশাপাশি ডক্টর নেনে ও অরিনও উপস্থিত ছিলেন এদিন। ছবিও তুলেছেন একসাথে। সেই ঝলকও মিলবে সোশ্যাল মিডিয়াতেই।