Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘মহেশ ভাট মাদক সাপ্লাই করেন’, বিস্ফোরক অভিযোগ মহেশের বউমা লবিনার

Updated :  Tuesday, October 27, 2020 6:46 PM

বলিউডের মাদক কেসে আবারও নাম উঠে এলো মহেশ ভাটের। আই উইটনেস অর্থাৎ প্রতক্ষ্যদর্শী হতে চান মহেশ ভাটের বউমা। এবারে সুমিত সাবরওয়ালের প্রাক্তন স্ত্রী লবিনা লোধ (Luviena Lodh) বলিউডের মাদক কেসে সমস্ত ঘটনা মিডিয়ার সামনে খোলাখুলি রাখলেন। লবিনা লোধ (Luviena Lodh) এর কথা অনুযায়ী, তাঁর স্বামী মাদক সরবরাহ করেন এবং মহিলা পাচার করেন। ২০১৬ থেকে লবিনা লোধ আলাদা থাকেন তাঁর স্বামীর থেকে। ডিভোর্সের পরেও তাঁর বিরুদ্ধে চলে ঘৃণ্য আচরন, এমনকি মানহানির মামলা পর্যন্ত করেন মহেশ ভাট তাঁর বউমার বিরুদ্ধে। এদিকে লবিনা লোধ তাঁর উকিলের সাহায্যে থানায় এক আই আর দায়ের করেন মহেশ ভাট, মুকেশ ভাট, সুমিত সাভারওয়াল, সাহিল সেহগল ও কুমকুম সেহগল এর বিরুদ্ধে। এবারে সরাসরি মিডিয়ার সামনে বিস্ফোরক মন্তব্য করলেন মহেশ ভাটের বউমা। এমনকি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়েও মুখ খুললেন তিনি। চলুন দেখে নিই কী বললেন লবিনা লোধ (Luviena Lodh)।

২৬ শে অক্টোবর অর্থাৎ দশমীর দিন প্রকাশ্যে মুখ খুললেন লবিনা লোধ (Luviena Lodh)। মহেশ ভাটের অপকর্মের সমস্ত গোপন তথ্য ফাঁস করেন। এমনকি সিবিআই, এনসিবি ও ইডি র সাহায্য চেয়েছেন তিনি। লবিনা লোধ (Luviena Lodh) এর এই ইন্টারভিউ সমস্ত সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে গেছে। বলিউডের মাদক কেস আবারও কি তবে ঝলসে উঠবে?