VIDEO: স্বপ্না চৌধুরীর গান বাজতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন সুন্দরী যুবতীর, চমকে যাবেন নাচ দেখে, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় নাচের বিভিন্ন ভিডিও পোস্ট হয়ে থাকে। কখনো ছোটদের নাচ আবার কখনো বড়দের নাচ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে। তরুণরা এই সমস্ত অনুষ্ঠানে এমন নাচের স্টেপ দেখায় যা ভিন্ন মাত্রারই হয়ে থাকে। এরকমভাবে একজন একটি মেয়ের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে তাকে স্বপ্না চৌধুরীর গানে নাচ করতে দেখা যাচ্ছে। এতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে নাচের মঞ্চ মাতিয়ে দিয়েছেন তিনি।

ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন সবাই নাচে ব্যস্ত এই অনুষ্ঠানে। কিন্তু তারপর হঠাৎ গানটি বদলে যায় এবং স্বপ্না চৌধুরীর বিখ্যাত গান ‘তেরি আঁখ্যা কা ইয়ো কাজল’ বাজতে শুরু করে। হঠাৎ দর্শকদের মধ্য থেকে শাড়ি পরা একটি মেয়ে এসে মঞ্চে নাচতে থাকে। বলতে গেলে এই নাচের মধ্যে সে একেবারে হারিয়েই যায়।

বিয়েতে উপস্থিত অনেককেই মেয়েটির নাচে হাততালি দিতেও দেখা যায়। এই ভিডিওটি kat__shraddha নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Shraddha Temre Katre (@kat__shraddha)