Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Post Office Scheme: পোস্ট অফিসে মহিলাদের জন্য শুরু হয়েছে বিশেষ প্রকল্প, দু বছরের মিলবে প্রচুর টাকা সুদ

Updated :  Tuesday, April 16, 2024 1:48 PM

মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট ভারত সরকার দ্বারা মহিলাদের জন্য তৈরি করা একটি নতুন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। সরকার এই প্রকল্পে ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রতি ত্রইমাসিকে এই ধরনের একাউন্টে টাকা যোগ করা হয়। কিন্তু সম্পূর্ণ পরিমাণ ম্যাচিউরিটির পরেই আপনারা পাবেন। এই প্রকল্পে গ্যারান্টি যুক্ত রিটার্ন পাওয়া যেতে পারে। দু বছরের বিনিয়োগে পেয়ে যাবেন দারুণ টাকা রিটার্ন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কত টাকা পাওয়া যাবে এই একাউন্টে বিনিয়োগ করলে।

যদি কেউ এই প্রকল্পে দু বছরের জন্য দুই লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি ম্যাচিউরিটিতে ২.৩২ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। এই প্রকল্পটি অনেকটা ফিক্স ডিপোজিট প্রকল্পের মত। এই প্রকল্পে কিন্তু ব্যাপক রিটার্ন এর সুবিধা রয়েছে। কমপক্ষে এক হাজার টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে এবং সর্বোচ্চ সীমা দুই লক্ষ টাকা। বিনিয়োগকারী চাইলে এই প্রকল্পে দুটি একাউন্ট খুলতে পারেন তবে দুটি অ্যাকাউন্টের মধ্যে ব্যবধান কিন্তু তিন মাসের থাকতে হবে। অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে নমিনি পুরো টাকা তুলতে পারবেন, এবং অ্যাকাউন্ট হোল্ডারের অসুস্থতার ক্ষেত্রে আপনারা অকাল প্রত্যাহারের সুবিধা পেয়ে যাবেন। অ্যাকাউন্ট হোল্ডারের অসুস্থতার ক্ষেত্রে আপনারা সময়ের আগে টাকা তুললে ৭.৫০ শতাংশের বদলে ৫.৫০ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন।

ফরম পূরণ করে আপনাকে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। প্যান কার্ড এবং আধার কার্ডের প্রতিলিপি আপনাকে জমা দিতে হবে। পাশাপাশি আপনাকে চেকের সাথে পে ইন স্লিপ দিতে হবে। পোস্ট অফিসের পাশাপাশি দেশের অনেক ব্যাংকে মহিলা সম্মান সঞ্চয় পত্রের সুবিধা আপনারা পেতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন যে কোন মহিলা এবং নাবালিকা কন্যাদের জন্য তার অভিভাবকরা। এছাড়া স্বামী তার স্ত্রীর জন্য এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।