৫ বছরে নয়, এবার মাত্র ২ বছরে ২ লাখ ৩২ হাজার টাকা পাবেন মহিলারা
কেন্দ্র সরকারের এই পরিকল্পনায় ৭.৫ শতাংশ হারে সুদ পেতে পারেন গৃহিনীরা।
আপনি যদি একজন মহিলা হন এবং আপনার গচ্ছিত অর্থ একটি ভালো স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য কেন্দ্র সরকারের এমন একটি দুর্দান্ত পরিকল্পনা নিয়ে এসেছি, যেখান থেকে আপনি মোটা অংকের টাকা রিটার্ন পেতে পারেন। আমরা আপনাদের বলি, ২০২৩ সালে মোদি সরকার কর্তৃক এই বিশেষ স্কিমটি চালু করা হয়। যা শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য। আপনি চাইলে এক্ষুনি “মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র” স্কিমের সুবিধা লাভ করতে পারেন খুব স্বল্প বিনিয়োগে।
“মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র” স্কিমের সুবিধা কি?
কেন্দ্র সরকারের এই বিশেষ স্কিমে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। যা সম্পূর্ণ নিরাপদ।
স্বল্প বিনিয়োগে অধিক টাকা রিটার্ন পাওয়ার সুবিধা পান মহিলারা।
কেন্দ্র সরকারের এই পরিকল্পনায় ৭.৫ শতাংশ হারে সুদ পেতে পারেন গৃহিনীরা।
মাত্র ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করার সুযোগ পাবেন মহিলারা।
৫ বছর নয় বরং ২ বছরে মোটা টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।
কত টাকা বিনিয়োগে কত টাকা রিটার্ন পাবেন মহিলারা?
আমরা আপনাদের বলি, নরেন্দ্র মোদি সরকারের এই বিশেষ স্কিমে যেকোনো মহিলারা আবেদন করতে পারেন। যেখানে মহিলারা চাইলে আগামী দুই বছরের জন্য ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারেন। যা বার্ষিক ৭.৫ শতাংশ হারে রিটার্ন করে বিনিয়োগকারীকে। অর্থাৎ যদি কোন মহিলা আগামী দুই বছরের জন্য ২ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন, তবে তিনি নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পর ২,৩২,০৪৪ টাকা রেটন পাবেন। যা এক লাখ বিনিয়োগের ক্ষেত্রে ১,১৬০০০ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন।