Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIDEO: ‘দেশি গার্ল’ গানে এই সুন্দরী নাচের সামনে প্রিয়াঙ্কা চোপড়াও ব্যর্থ, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ার যুগে মহিলারা ক্রমশ নিজেদের মেলে ধরছেন। একসময় বিয়ের পর বহু নারী নিজেদের কেরিয়ার বিসর্জন দিতেন সংসার সামলাতে গিয়ে। কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মেয়েরা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ…

Avatar

সোশ্যাল মিডিয়ার যুগে মহিলারা ক্রমশ নিজেদের মেলে ধরছেন। একসময় বিয়ের পর বহু নারী নিজেদের কেরিয়ার বিসর্জন দিতেন সংসার সামলাতে গিয়ে। কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মেয়েরা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে রাজি নন। ফলে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিচ্ছেন তাঁরা। তালিকায় রয়েছেন মহিমা ধাকে (Mahima Dhake)। পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মহিমা একজন নৃত্যশিল্পীও। প্রায়ই ইন্সটাগ্রামে রিল শেয়ার করেন। শেয়ার করেন নিত্যনতুন ফটোশুটও।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas), অভিষেক বচ্চন (Abhishek Bachchan), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ফিল্ম ‘দোস্তানা’-র গান ‘দেশি গার্ল’-এর সাথে একটি রিল বানিয়ে অনুরাগীদের সাথে শেয়ার করেছেন মহিমা। ‘দেশি গার্ল’ গানটি গেয়েছেন শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan), সুনিধি চৌহান (Sunidhi Chauhan), বিশাল দাদলানি (Vishal Dadlani)। গানটি প্রিয়াঙ্কার উপর পিকচারাইজ হয়েছিল। এই গানে প্রিয়াঙ্কা অবশ্য পরেছিলেন শাড়ি। কিন্তু নাচের সুবিধার জন্য মহিমার পরনে রয়েছে কালো রঙের স্লিভলেস ক্রপ টপ ও মাল্টিকালার প্রিন্টেড পালাজো। ক্রপ টপের ব্যাকে রয়েছে ক্রিসক্রস ডিজাইন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হালকা মেকআপ করেছেন মহিমা। চোখের কোল ভরেছেন কাজলে। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড শেডের লিপস্টিকে। চুল খোলা রয়েছে। দুই কানে রয়েছে সিলভারের ঝুমকি। দুই হাতে রয়েছে সিলভারের কড়া। তবে ‘দেশি গার্ল’ নাচতে গিয়ে প্রিয়াঙ্কার নৃত্যশৈলীকে সম্পূর্ণ অনুসরণ করেননি মহিমা। তিনি নিজের স্টাইল মিশিয়েছে। যদিও নাচের স্টাইল বলিউড। মহিমা নাচের সময় নিজের চুলকে সঠিক ভাবে ব্যবহার করেছেন। খালি পায়ে নেচেছেন মহিমা। ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করে মহিমা ট‍্যাগ করেছেন প্রিয়াঙ্কাকে। এখনও অবধি এই ভিডিওটি প্রায় সাড়ে নয় হাজার নেটিজেনের পছন্দ হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Mahima Dhake (@who.mahima)

About Author