Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

NANO-কে বাজার থেকে সরিয়ে দিতে এসেছে মাহিন্দ্রার এই নতুন সস্তা গাড়ি, এবার পূরণ করবে গরিবের স্বপ্ন

Updated :  Sunday, February 4, 2024 5:06 PM

টাটা মোটরস ভারতের সবথেকে বড় কোম্পানিগুলির মধ্যে একটি এবং ভারতে এই মুহূর্তে এই কোম্পানির প্রচুর গাড়ি বিক্রি হয়। ভারতের বহু মানুষ এই গাড়ি কেনার জন্য অপেক্ষা করেন। ভারতের প্রতিটি বাচ্চা আজকের দিনে এই কোম্পানিকে চেনে। টাটা মোটরসের ন্যানো এমন একটি গাড়ি ছিল যা ভারতে সবথেকে সস্তা গাড়ির তালিকায় এখনো পর্যন্ত ১ নম্বরে রয়েছে। বিশেষত গরীব মানুষদের স্বপ্ন পূরণ করতে বাজারে এসেছিল এই গাড়িটি। এখনো পর্যন্ত এই গাড়ির কোন বিকল্প আসেনি বাজারে। এরই মধ্যে একটা বড় খবর বেরিয়েছে এবং সেটা হল খুব শীঘ্রই মাহিন্দ্রা কোম্পানির একটি গাড়ি টাটা ন্যানোর এই সস্তা গাড়ির তক্মাকে সরিয়ে দিতে চলেছে। শোনা যাচ্ছে টাটা ন্যানোর থেকেও সস্তা দামে একটি নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা। আপনাদের জানিয়ে রাখি মাহিন্দ্রা কোম্পানিটি যে গাড়িটি বাজারে লঞ্চ করতে চলেছে তার স্পেসিফিকেশন খুবই আধুনিক এবং গরিবদের সমস্ত স্বপ্ন পূরণ করবে সেই গাড়িটি।

মাহিন্দ্রা কোম্পানি এখন অটোমোবাইল বাজারে একটা দারুণ জায়গাতে দাঁড়িয়ে আছে। খুব শীঘ্রই পুরো বাজারকে একেবারে নিজের মুঠোয় করে নিতে চলেছে মাহিন্দ্রা। ভারতের বাজারে এই নতুন গাড়ি সম্পর্কে একটা বড় খবর সামনে এসেছে যা ভারতের বাজারকে রীতিমতো আলোড়িত করে দিতে পারে। ভারতের বাজারে একটি নতুন গাড়ি আসতে চলেছে মাহিন্দ্রা কোম্পানির তরফ থেকে যা টাটা মোটরসের ন্যানো গাড়িকেও টেক্কা দেবে। বাজারে এই মুহূর্তে মাহিন্দ্রা কোম্পানির সবথেকে সস্তা এবং ছোট গাড়িটির নাম হলো এটম ইলেকট্রিক ভেহিকেল। এই গাড়িটি দামের দিক থেকে বেশ সস্তা এবং আপনাকে সমস্ত ধরনের আধুনিক অভিজ্ঞতা দেবে এই ইলেকট্রিক গাড়িটি। তবে জানা যাচ্ছে এই গাড়িটির মডেল এবং চেসিস কিছুটা পরিবর্তন করে একটি নতুন গাড়ি আনতে চলেছে মাহিন্দ্রা এবং সেটাই হবে তাদের সবথেকে সস্তা গাড়ি।

মাহিন্দ্রা কোম্পানিটি বর্তমানে মিডিয়ায় খবরে রয়েছে কারণ খুব শীঘ্রই তারা অ্যাটম ইভি নামের একটি নতুন গাড়ি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এই গাড়িটি দেখতে একেবারে অবিকল টাটা ন্যানোর মত হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি মাহিন্দ্রা কোম্পানির এই গাড়িটি একবার চার্জ দিলে ২০০ কিলোমিটার পর্যন্ত চলবে এবং এই গাড়িটির দাম হবে ৪ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে। মধ্যবিত্ত মানুষদের জন্য এই গাড়িটি একটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হতে চলেছে।