Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শাহরুখ খানের সাথে চুম্বন দৃশ্য নিয়ে লজ্জা পেয়েছিলেন মাহিরা, নির্মাতারা করেছিলেন এই কাজ

Updated :  Friday, April 28, 2023 7:57 AM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান। রোমান্স কিং, শাহরুখকে চেনেন না এমন মানুষ হয়তো ভারত ভূখণ্ডে নেয়। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও এই তারকার জনপ্রিয়তা কম নেই।

শাহরুখ খানের সাথে চুম্বন দৃশ্য নিয়ে লজ্জা পেয়েছিলেন মাহিরা, নির্মাতারা করেছিলেন এই কাজ

২০১৭ সালে রিলিজ করেছিল শাহরুখ খানের রইস সিনেমা। এই সিনেমা বক্স অফিসে সেমি হিট হয়েছিল। এই সিনেমায় শাহরুখ খানের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এই সিনেমাতে শাহরুখ ও মাহিরার অনস্ক্রিন কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়েছিল দর্শকদের। তবে তাদের রোমান্স করার সিন নিয়ে পরে ব্যাপক বিতর্ক হয়। খুব কম লোকই জানেন যে মাহিরা বলিউডের ‘বাদশা’ শাহরুখের সাথে তার রোমান্টিক দৃশ্যের শুটিং করতে ভয় পেয়েছিলেন। তাই ‘জালিমা’ গানের শুটিংয়ের সময় কিছুটা বাউন্ডারি টেনে ‘নাক থেকে নাকে’ চুমুর শুটিং হয়েছে গানটিতে।

শাহরুখ খানের সাথে চুম্বন দৃশ্য নিয়ে লজ্জা পেয়েছিলেন মাহিরা, নির্মাতারা করেছিলেন এই কাজ

মাহিরা সম্প্রতি শেয়ার করেছেন যে শাহরুখ ‘রইস’-এর শ্যুটিংয়ের সময় তাকে উত্যক্ত করতেন কারণ তিনি তাদের রোমান্টিক সিন করতে ভয় করতেন। পডকাস্ট ‘অল অ্যাবাউট মুভিজ উইথ অনুপমা চোপড়া’-এর সর্বশেষ পর্বে মাহিরা বলেন, ‘আমরা যখন জালিমার শুটিং করছিলাম, তখন তারা সবাই আমাকে নিয়ে মজা করত কারণ আমি ভয় পেয়েছিলাম যে কিছু একটা ঘটতে পারে এবং আমি সবসময় সে ব্যবহার করত।’ আর এই নিয়ে লজ্জা পেতেন মাহিরা।