কলকাতানিউজ

বাগানে শোকের ছায়া, প্রয়াত হলেন প্রাক্তন সচিব অঞ্জন মিত্র

Advertisement

কলকাতা : ভোরের আলো ফুটতে না ফুটতেই মোহনবাগান ক্লাবের উপর নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। দীর্ঘদিন ব্যাপী অসুস্থতার কারণেই গতকাল, বৃহস্পতিবার রাত প্রায় ৩. ১০ নাগাদ অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে অঞ্জন বাবুর বয়স ছিল মাত্র ৭৩ বছর।

দীর্ঘ ২৩ বছর ধরে মোহনবাগান ক্লাবের প্রশাসনের সাথে যুক্ত থেকে এই ক্লাবের সুখ দুঃখের সঙ্গী ছিলেন তিনি। ১৯৯৫ সালে অর্থ সচিব হিসেবে এই ক্লাবের সাথে শুরু হয় তার পথ চলা। মোহনবাগানের বহু উত্থান পতনের সাক্ষী ছিল তার এই দীর্ঘ জীবন। তিনি সচিব থাকাকালীন মোহনবাগানের আধুনীকিকরন ঘটে। ২০১৮ সালে তিনি মোহনবাগানের সচিব পদ থেকে বিদায় নেন। বেশ কয়েক বছর ধরে রোগে ভুগছিলেন তিনি অথচ ক্লাবের সাথে তার বন্ধন ছিল অটুট।

আরও পড়ুন : সাহিত্য জগতের এক নক্ষত্র নবনীতা দেবসেন, চলুন জেনেনিন তাঁর সম্পর্কে

আজ, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ অঞ্জন মিত্রের দেহ অ্যাপোলো হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে তার ট্যাংরার বাসভবনে। সকাল ৯-১১ এর মধ্যে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে মোহনবাগান ক্লাবের তাঁবুতে। দুপুর আড়াইটা পর্যন্ত তার মৃত দেহ সেখানে থাকবে এবং বিকাল ৩ টা নাগাদ কেওড়াতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অঞ্জন মিত্রের প্রয়ানে মোহনবাগান ক্লাবের এক অধ্যায়ের অবসান ঘটলো। আজ সকালে মোহনবাগান ক্লাবের অনুশীলনও বাতিল করা হল।

Related Articles

Back to top button