Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির নায়িকার জীবন কেমন, এতকিছুর পরেও কেন বলিউড থেকে দূরে ছিলেন

Updated :  Wednesday, October 12, 2022 7:16 PM

ম্যানে প্যার কিয়া ছবির মাধ্যমে সিনেমা জগতে এন্ট্রি হয়েছিল বলিউড সুপারস্টার সালমান খানের। তার সাথে সাথেই এই ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন বলি দুনিয়ার আরো এক অভিনেত্রী – ভাগ্যশ্রী। এই অভিনেত্রী নিজের দারুন অভিনয় এবং তার অসাধারণ লুক্সের মাধ্যমে বলি দুনিয়ায় নিজের একটা নাম তৈরি করে নিয়েছিলেন। তবে তারপর থেকে হঠাৎ কোথাও একটা হারিয়ে যান এই অভিনেত্রী। বর্তমানে তার বয়স ৫০ পার করে গেছে। কিন্তু এখনও এই অভিনেত্রী সমানভাবেই সুন্দরী এবং সমানভাবেই জনপ্রিয় সকলের মাঝে। কিন্তু, তার সঙ্গে সবসময়েই জড়িয়ে থাকে একটা বিশেষ প্রশ্ন, কেনো তিনি সকলকে না জানিয়ে হারিয়ে গিয়েছিলেন ফিল্মি দুনিয়া থেকে? চলুন সেটাই আজকে জেনে নেওয়া যাক।

এখনো পর্যন্ত স্টাইলের দিক থেকে বলি দুনিয়ার একাধিক প্রথম সারির অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন অভিনেত্রী ভাগ্যশ্রী। এই অভিনেত্রী নিজের সৌন্দর্য্যের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন একটা সময়ে। সোশ্যাল মিডিয়ায় ভাগ্যশ্রীর একাধিক সুন্দর ছবি মাঝে মধ্যেই আমরা দেখতে পাই। ২৩ ফেব্রুয়ারি ওনার জন্মদিন। এই মুহূর্তে এই অভিনেত্রীর বয়স ৫৩ বছর। এই মুর্হুতে ওনার যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে তার মধ্যে অধিকাংশই বেশ জনপ্রিয়। এই ছবি দেখা বোঝাই যায়না যে তার বয়স ৫০ পার করে গেছে।

'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির নায়িকার জীবন কেমন, এতকিছুর পরেও কেন বলিউড থেকে দূরে ছিলেন

তবে, তিনি কেনো হঠাৎ করে গ্ল্যামার দুনিয়া থেকে এভাবে নিজেকে সরিয়ে নিলেন, এই বিষয়টা এখনো একটা রহস্য হয়েই থেকে গেছে। আপনারা যারা ৯০ এর দশকের অভিনেতা ও অভিনেত্রীদের ব্যাপারে চর্চা রাখেন, তারা হয়তো সকলেই জানেন, খুব কম সময়ের মধ্যেই একেবারে জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছিলেন ভাগ্যশ্রী। তবে, খুব একটা বেশিদিন তার এই জনপ্রিয়তা চলেনি। শোনা যায়, তিনি খুব কম বয়সের মধ্যেই বিয়ে করে নিয়েছিলেন এবং তারপর থেকেই তিনি এই ইন্ডাস্ট্রি থেকে সরে যেতে শুরু করেন।

'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির নায়িকার জীবন কেমন, এতকিছুর পরেও কেন বলিউড থেকে দূরে ছিলেন

অনেকেই মনে করেন, তার স্বামীর জন্যই তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। তবে সেরকম আসল কারণ ছিলনা। ৩৩ বছর পরে তিনি আবারো স্মার্ট জোড়ি অনুষ্ঠানে এসে নিজের জীবনের বিভিন্ন ঘটনার কথা জানালেন। সেই অনুষ্ঠানে এসেই তিনি জানালেন, গ্ল্যামার দুনিয়া থেকে সরে আসার তার এই সিদ্ধান্ত কেবল তার নিজের ছিল। এর জন্য তাকে কোনরকম জোর জবরদস্তি করা হয়নি। তার স্বামীর কোনো হাত ছিলনা এই সিদ্ধান্তের পিছনে। আপনাদের জানিয়ে রাখি, তিনি ফিল্মি দুনিয়ায় পা রাখার কয়েক বছরের মধ্যেই হিমালয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং তারপরে সংসার করার সিদ্ধান্তটা গ্রহণ করেন।