Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘বুড়ি হয়ে গেছো’, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হলেন অর্জুনের প্রেমিকা মালাইকা

Updated :  Thursday, January 28, 2021 10:15 AM

সম্প্রতি জিম থেকে বেরোনোর সময় ক্যামেরাবন্দি হলেন মালাইকা  অরোরা (Malaika Arora)। সেই সময় তাঁর পরনে ছিল গোলাপি রঙের জিম টি-শার্ট এবং সাদা রঙের জিম টাইটস। টি-শার্টটি স্টাইল করে কোমরের একটু ওপরে গিঁট দিয়ে বেঁধে রেখেছিলেন মালাইকা। এর ফলে দৃশ্যমান হয় তাঁর কোমর ও পেটের কিছু অংশ।  সেই অংশে দেখতে পাওয়া যায় মালাইকার স্ট্রেচমার্কস। মালাইকার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় মালাইকাকে ট্রোল করা।  কিন্তু সন্তানের জননী মালাইকার কাছে এটা অত্যন্ত স্বাভাবিক। নারী শরীরে সন্তানের আগমন একদিকে যেমন আনন্দের বিষয় অপরদিকে সন্তানের আগমন মায়ের শরীরে রেখে যায় স্ট্রেচমার্কস। কিছুদিন আগে গোয়ায় ভ‍্যাকেশন কাটাতে গিয়েছিন মালাইকা এবং তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অর্জুন ও মালাইকার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে মালাইকা সুইমিং কস্টিউম পরে পুলের ধারে দাঁড়িয়ে রয়েছেন এবং অর্জুন সুইমিং পুলের জলে নেমে মালাইকার ছবি তুলছেন।  এছাড়া অর্জুন ও মালাইকা গোয়া থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি শেয়ার করেছেন।

মালাইকা ও অর্জুনের বয়সের ফারাক পনেরো বছর।  এর ফলে ইদানিং  অযথা মালাইকাকে তাঁর বয়স নিয়ে কটূক্তি করা শুরু হয়েছে।  ভারতবর্ষে বরাবর একটি প্রবাদ প্রচলিত রয়েছে, তা হলো ‘মেয়েরা কুড়িতে বুড়ি’। এই প্রবাদকে অন্ধভাবে অনুসরণ করে মেয়েদের ত্রিশ বছর বয়স হতেই সমাজ মেয়েদের ‘বুড়ি’ বলতে শুরু করে।  এই কারণেই একবিংশ শতাব্দীতে এসেও মালাইকার সাতচল্লিশ বছর বয়স নেটিজেনদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে।  কিন্তু ‘মেয়েরা কুড়িতে বুড়ি’ এই প্রবাদটির অন্তর্নিহিত অর্থ হলো মেয়েরা খুব তাড়াতাড়ি সামাজিক প্রভাবে ও বৈজ্ঞানিক কারণে ছেলেদের তুলনায় বেশী ‘ম্যাচিওর’ হয়ে যান।  কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ এই প্রবাদটির ভুল ব্যাখ্যা করে।  সমাজে আজও মেয়েদের বিয়ের জন্য বয়সে বড় পাত্রের খোঁজ করা হয়।  কিন্তু একটি মেয়ে যদি তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলেকে বিয়ে করেন, তাহলে তিনি সমাজের চক্ষুশূল হয়ে যান।

এর আগে মালাইকা বিয়ে করেছিলেন অভিনেতা আরবাজ খানকে (Arbaz khan)।  কিন্তু আরবাজের বেআইনি ক্রিকেট বেটিং মামলা তাঁদের বহুদিনের দাম্পত্যে চিড় ধরিয়ে দেয়।  অপরদিকে আরবাজ তাঁর বিদেশিনী বান্ধবীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।  মালাইকা ও আরবাজের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।  বহুদিন সিঙ্গল থাকার পর মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক তৈরী হয়।  চলতি বছরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছে।