এই অভিনেত্রীর কারণে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ অর্জুন কাপুরের, ভেঙে গেল ৫ বছরের সম্পর্ক

মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক শুরু থেকেই চর্চিত মিডিয়ার পাতায়। দশবছরের ছোট অভিনেতার সাথে মালাইকার প্রেম নিয়ে কম সমালোচনা হয়নি সাধারণ থেকে মিডিয়ামহলে। তবে সেইসমস্ত সমালোচনা কোনোভাবেই তাদের নিজেদের…

Avatar

মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক শুরু থেকেই চর্চিত মিডিয়ার পাতায়। দশবছরের ছোট অভিনেতার সাথে মালাইকার প্রেম নিয়ে কম সমালোচনা হয়নি সাধারণ থেকে মিডিয়ামহলে। তবে সেইসমস্ত সমালোচনা কোনোভাবেই তাদের নিজেদের সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি তাদের। তবে বিগত বেশ কয়েকদিন ধরেই বি-টাউনের এই চর্চিত তারকা জুটির বিচ্ছেদের খবর সামনে আসছে। অর্জুন কাপুরের একটি ভিডিও নেটজনতার একাংশের মাঝে ভাইরাল হতেই, এই জল্পনায় সীলমোহর দিচ্ছেন অনেকেই।

‘পিআর বলিউড’এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সূত্র ধরেই অর্জুন কাপুরের একটি ভিডিও প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে। এই ভিডিওর সূত্র ধরেই তিনি কাউকে একটা উদ্দেশ্য করে সরাসরি বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আর যা শুনে অধিকাংশের মনে হয়েছে একথা তিনি মালাইকাকে উদ্দেশ্য করেই বলেছেন। মালাইকারও শেয়ার করে নেওয়া একটি স্টোরি দেখে সন্দেহ জন্মেছে একাংশের মনে। সবমিলিয়ে বলই বাহুল্য, এই মুহূর্তে একাংশের মতে নিজেদের এই সমস্ত ভিডিও ও পোস্টের সূত্র ধরেই নিজেদের বিচ্ছেদে সীলমোহর দিয়েছেন এই চর্চিত তারকা জুটি।

কিছু সূত্রের দাবি তারা একে অপরের সমস্ত পরিবারের সদস্যদের আনফলো করে দিয়েছেন। এমনকি ফলো করছেন না দুজন দুজনকেও। তবে এই দাবি যে পুরোপুরি মিথ্যে, সেকথা সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই স্পষ্ট হবে। একে অপরের সাথে কাটানো সমস্ত মুহূর্তের ছবি এখনো তাদের সোশ্যাল অ্যাকাউন্টে নজর দিলেই মিলবে। নিজেদের বিচ্ছেদ নিয়ে এই তারকা জুটি এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো রকম কোনো মন্তব্য করেননি। খবরের সত্যতা ঠিক কতটা! তা এখনই বলা সম্ভব নয়। টুকরো টুকরো প্রমাণ মিললেও বিচ্ছেদ প্রসঙ্গে জোর দিয়ে বলার মতো এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিচ্ছেদের খবরকে উড়িয়ে দিয়ে তারকা জুটির অনুরাগীদের বিশ্বাস তারা একসাথেই রয়েছেন ভালোভাবে।