Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাদা পোশাকে উঁকি দিচ্ছে ক্লিভেজ, নেট দুনিয়ায় ঝড় তুললেন মালাইকা

Updated :  Tuesday, December 22, 2020 6:12 PM

মালাইকা অরোরা  আবারও সাইবার দুনিয়ায় তুললেন ঝড়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মালাইকা নিজের একটি ছবি শেয়ার করেছেন। লো-নেক সাদা পোশাকে মালাইকা বলিউডের তাবড় নায়িকাদের দশ গোল দিলেন। এবার এই ছবি শেয়ার করার পর অদ্ভুত ভাবে মালাইকা কিন্তু ট্রোলড হননি। বরং নেটিজেনরা তাঁর এভারগ্রিন সৌন্দর্যের প্রশংসা করেছেন।

মালাইকা ও অর্জুনের বয়সের ফারাক পনেরো বছর।  এর ফলে ইদানিং  অযথা মালাইকাকে তাঁর বয়স নিয়ে কটূক্তি করা শুরু হয়েছে।  ভারতবর্ষে বরাবর একটি প্রবাদ প্রচলিত রয়েছে, তা হলো ‘মেয়েরা কুড়িতে বুড়ি’। এই প্রবাদকে অন্ধভাবে অনুসরণ করে মেয়েদের ত্রিশ বছর বয়স হতেই সমাজ মেয়েদের ‘বুড়ি’ বলতে শুরু করে।  এই কারণেই একবিংশ শতাব্দীতে এসেও মালাইকার সাতচল্লিশ বছর বয়স নেটিজেনদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে।  কিন্তু ‘মেয়েরা কুড়িতে বুড়ি’ এই প্রবাদটির অন্তর্নিহিত অর্থ হলো মেয়েরা খুব তাড়াতাড়ি সামাজিক প্রভাবে ও বৈজ্ঞানিক কারণে ছেলেদের তুলনায় বেশী ‘ম্যাচিওর’ হয়ে যান।  কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ এই প্রবাদটির ভুল ব্যাখ্যা করে।  সমাজে আজও মেয়েদের বিয়ের জন্য বয়সে বড় পাত্রের খোঁজ করা হয়।  কিন্তু একটি মেয়ে যদি তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলেকে বিয়ে করেন, তাহলে তিনি সমাজের চক্ষুশূল হয়ে যান।

এর আগে মালাইকা বিয়ে করেছিলেন অভিনেতা আরবাজ খানকে।  কিন্তু আরবাজের বেআইনি ক্রিকেট বেটিং মামলা তাঁদের বহুদিনের দাম্পত্যে চিড় ধরিয়ে দেয়।  অপরদিকে আরবাজ তাঁর বিদেশিনী বান্ধবীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। মালাইকা ও আরবাজের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।  বহুদিন সিঙ্গল থাকার পর মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক তৈরী হয়।  চলতি বছরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছে।