Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হীরের আংটি হাতে লাজুক পোস্ট মালাইকার, চুপিসারে বাগদান সারলেন অভিনেত্রী?

Updated :  Friday, April 16, 2021 10:29 AM

বলিউড আইটেম ডান্সার মালাইকা আরোরা ও বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সম্পর্ক সর্বদাই বলিউড নিউজে শিরোনামে থাকে। গত ২০১৮ সাল থেকে এই জুটি লিভ-ইন রিলেশনশিপে রয়েছে। তাদের বয়সের ফারাক প্রায় ১০ বছর। এই প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বারংবার কটূক্তি ও মিম তৈরি হয়েছে। তবে সবকিছুতে ডোন্ট কেয়ার এই বলিউড জুটির। তারা শুধুমাত্র তাদের প্রেম চুটিয়ে করার প্রচেষ্টা করে যাচ্ছে। তারা সম্প্রতি নতুন বছরের শুরুতে ছুটি কাটানোর জন্য গোয়াতে গিয়েছিলেন। সেখান থেকেই অর্জুন মালাইকা তাদের অন্তরঙ্গ ছবি পোস্ট করে নেট দুনিয়ার উষ্ণতা বাড়িয়ে দিয়েছিল। সেইসাথে তাদের একসাথে ট্রিপ উস্কে দিয়েছিল তাদের বিয়ের সম্ভাবনাকেও।

মালাইকা আরোরা ২০১৭ সালে আরবাজ খানের সাথে তার ১৯ বছরের সুখী দাম্পত্য জীবন ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কারণ আরবাজ খান তার বিদেশিনী বন্ধু বান্ধবী জর্জিয়ার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে ছিলেন। তাই মালাইকা আরোরা তার ছেলে আরহানের সাথে খান পরিবার থেকে বেরিয়ে আসে। খান পরিবারের সাথে মালাইকার সম্পর্ক যে খুব একটা সুমধুর নয় তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আরহানের সাথে আরবাজের এখনো যোগাযোগ আছে। বাবা-ছেলের সম্পর্কে চিড় ধরতে দেয়নি মালাইকা। তবে আবার আরহানের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো অর্জুন কাপুরের। এরই মাঝে বলিপাড়ায় গুঞ্জন উঠেছে যে মালাইকা আরোরা তার বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সাথে বাগনান পর্ব হয়তো সেরে নিয়েছেন।

কিন্তু হঠাৎ করে মালাইকা অর্জুনের বাগদানের কথা কেন আসছে? আসলে বিতর্ক সৃষ্টি করেছে মালাইকা আরোরার একটি ইনস্টাগ্রাম পোস্ট। তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছে যাতে তাকে অফ হোয়াইট ড্রেস পরে পোস দিতে দেখা গিয়েছে এবং তার হাতে শোভা পাচ্ছে একটি বিশালকার হীরের আংটি। তাৎপর্যপূর্ণ ভাবে তিনি ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, “সুন্দর স্বপ্নের মতো এই আংটি। সুখ এখান থেকেই শুরু।” সোশ্যাল মিডিয়াতে মালাইকার আংটি পড়ে এই লাজুক ছবি পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। সবাই ধরে নেয় চুপিসারে অর্জুন মালাইকা হয়তো তাদের বাগনান পর্ব সেরে ফেলেছে। তবে সত্যিটা হল, মালাইকা একটি আংটি কোম্পানির বিজ্ঞাপনের জন্য ওই ছবি পোস্ট করেছিল। তবে খুব শীঘ্রই অর্জুন মালাইকার চার হাত এক হবে।