Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রতিটি দৃশ্যে এমন সিন রয়েছে, ভুলেও বাচ্চাদের সামনে চালাবেন না

Updated :  Sunday, July 16, 2023 10:23 AM

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘প্রাইম শর্ট’ অন্যতম।

উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেজায় পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। ‘প্রাইম শর্ট’ তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায় নিজেরই। সম্প্রতি প্রাইম শর্ট তেমনই আরো একটি বোল্ড সিরিজের কথা উঠে এসেছে তার একাধিক বোল্ড ঝলকের সূত্র ধরেই। এই মুহূর্তে সেই সিরিজেরই অফিসিয়াল ট্রেলার পুনরায় ভাইরাল হতেই মিডিয়ার পাতায় চর্চিত সিরিজটি।

শরীর গরম করে দেবার মত ওয়েব সিরিজ এটি, দেখুন ভিডিওর ঝলক

উল্লেখ্য ১১ মাস আগেই প্রাইম শর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল ‘মালকিন ভাবি’র অফিসিয়াল ট্রেলার। ইতিমধ্যেই এই সিরিজ দেখে ফেলেছেন বহুমানুষ। এই সিরিজের গল্প অনুযায়ী, একটি বাড়ির উপরের তলা ভাড়া নেয় দুই যুবক। এরপরেই বাড়ির মালকিনের ব্যবহার বদলে যেতে থাকে তার স্বামীর প্রতি। সারাদিনের কাজের পর রাতে বাড়ি ফিরে নিজের স্ত্রীকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে পারতেন না স্বামী। আর তার ফলস্বরূপ বাড়ির মালিকের স্ত্রী শারীরিকভাবে আকৃষ্ট হতে থাকে ঐ দুই যুবকের প্রতি। সেই সুযোগ হাতছাড়া করেননি ঐ দুই ভাড়াটিয়াও। পরে অবশ্য সমস্ত বিষয়টা বুঝতে পেরে যান বাড়ির মালিক। আর তারপর কি ঘটবে! সেকথা জানতে রাখতে হবে ক্রাইম শর্টের পর্দায়। উল্লেখ্য, এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে বর্তমানের অন্যতম সাহসী অভিনেত্রী হিরাল রাধাদিয়াকেই।