১ লা ফেব্রুয়ারি, ২০২০ দ্বিতীয় মোদী সরকারের প্রথম সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বাজেট ঘিরে ক্ষোভ উগরে দিলেন বিরোধীরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন ‘আমি স্তম্ভিত’। এই বাজেটকে ‘ফাঁপা বাজেট’ বলেও উল্লেখ করেন তিনি।
বাজেটের বিরোধিতা করে সংসদে মুখ খোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। কর ছাড় নিয়ে মিথ্যা কথা বলছেন অর্থমন্ত্রী, এমনই অভিযোগ ডেরেকের। অন্যদিকে, কংগ্রেসের রাহুল গান্ধীও কটাক্ষ করেন অর্থমন্ত্রীকে। বলেন, ‘এই বাজেট সংসদের ইতিহাসে দীর্ঘতম, তবে সম্পূর্ণ ফাঁপা।’ কর্মসংস্থানের ক্ষেত্রে সঠিক দিশা না থাকায় বাজেটের কড়া সমালোচনা করেন এই কংগ্রেস নেতা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বাজেট ২০২০ : ৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়, ঘোষণা অর্থমন্ত্রীর
সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও এই বাজেট নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এটা স্লোগানধর্মী বাজেট। এর থেকে সাধারণ মানুষের লাভের কোন আশা নেই।’ এই বাজেটকে ‘জনবিরোধী বাজেটের’ তকমা দেন এই সিপিআইএম বিধায়ক। তবে বিরোধীরা যতই সমালোচনা করুক, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন বাজেট নিয়ে খুবই আশাবাদী। কর ছাড়ের পরিমাণ বাড়ানোয় অর্থমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। এর ফলে মধ্যবিত্তের মুখের হাসি চওড়া হবে বলে মনে করেন অমিত শাহ।