আজ নবান্ন অভিযান এর ডাক দিয়েছিলেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। এই নিয়ে পুলিশের সঙ্গে ধুন্ধুমার কান্ড ঘটে যায় সুবোধ মল্লিক স্কয়ারে। সেখানে পার্শ্ব শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার তাঁর বাজেট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবারে পার্শ্ব শিক্ষকদের প্রতি বছরে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে। তার পাশাপাশি যদি তার অবসর গ্রহণ করেন তার পরে তাদেরকে দেওয়া হবে এককালীন ৩ লক্ষ টাকা।
শুধুমাত্র পার্শ্ব শিক্ষক নয়, রাজ্যের শিক্ষা ক্ষেত্রের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তপশিলি জাতি ও উপজাতিদের জন্য স্কুল তৈরির দিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।তার পাশাপাশি মাদ্রাসা স্কুল এর জন্য বাড়তি বরাদ্দ ঘোষণা করেছেন এবারের বাজেটে। রাজ্যে তপশিলি জাতি এবং উপজাতী ও আদিবাসীদের জন্য ১০০ টি স্কুল তৈরি করা হবে বলে মমতা ব্যানার্জির ঘোষণা করলেন। তিনি বললেন ওই সমস্ত স্কুল হবে ইংরেজি মাধ্যমের। এর জন্য ৫০ কোটি টাকার নতুন করে বরাদ্দ ঘোষণা করলেন তিনি। তার পাশাপাশি সাঁওতালি ভাষার জন্য ১৫০০ নতুন স্কুল তৈরির প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন এর জন্য বরাদ্দ করা হবে ১০০ কোটি টাকা।
তার পাশাপাশি, এই বাজেটে প্যারা টিচারদের জন্য আরো কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এবারে পশ্চিমবঙ্গে ১৫০০ নতুন প্যারা টিচার নিয়োগ করা হবে। তার পাশাপাশি নেপালি, উর্দু, হিন্দি এবং কামতাপুরী ভাষার জন্য ১০০ স্কুল তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই স্কুলের জন্য নিয়োগ করা হবে ৩০০ অতিরিক্ত প্যারা টিচার। তার পাশাপাশি রাজ্যের মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য ঘোষণা করেছেন ৫০ কোটি টাকা। রাজবংশী ভাষার স্কুলের জন্য ২০০ টি স্কুল তৈরীর জন্য প্রস্তাব জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।